আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণফোনের রঙ্গ: ফলোআপ (সাথে নতুন কেচ্ছা! )



জিপি মডেমের আনলক কোড নিয়ে রঙ্গের কথা তো আগেই বলেছি। সেটার ফলোআপ আর সাথে নতুন রঙ্গের কথা শুনুন আজ। একটেলের প্যাকেজ শেষ হবার পর আর রিনিউ করি নি। জিপির দোষে একটেল শাস্তি পেল! অনেক খোঁজ খবর নিয়ে কিনলাম পোস্টপেইড ইন্টারনেট সিম। গ্রামীণফোন সেন্টার থেকে কেনার পর ওরা বলল রাত দশটার মধ্যে একটিভ হয়ে যাবে।

P2 এর টাকা পে করে এসেছি। দশটার পর সাড়ে দশ বেজে যায় খবর নাই। হঠাৎ কল, স্যার আজ একটিভ করা সম্ভব না, কাল দুপুর বারোটার মধ্যে অব্যশই একটিভ হবে। কিছু করার নাই, বললাম ওকে। পরের দিন বারটার পরেও সিম একটিভ হয় না।

নেটওয়ার্কই শো করে না। ইন্টারনেট কানেকশন নাই তিনদিন, চ্যাটিংয়ে না ধরে মোবাইল থেকে মেইল করলাম। উত্তর নাই । একটু পরে দেখি অবস্থার উন্নতি হয়েছে, নেটওয়ার্ক শো করে কিন্তু আর কোন কিছু হয় না। হেল্পলাইনে কলও যায় না।

একটু পরে দেখি এসএমএস "You are not eligible for Internet service” রঙ্গ কাকে বলে! ইন্টারনেট সিম নাকি ইন্টারনেট সার্ভিসের জন্য ইলিজিবল না! তাহলে ঐ সিম দিয়ে হবেটা কি!!! আবার মেইল করলাম (আগেরটার উত্তর পাই নি)। সাথে কন্টাক নাম্বারও দিলাম। দেখি একটু পরে কল করেছে। বলে স্যার আপনি মডেমের আনলক কোড চেয়েছিলেন মনে আছে? কোডটা পাওয়া গেছে! চিন্তা করেন অবস্থা, ইন্টারনেট সিম কিনে P2র টাকা পে করার পর কোড পাওয়া গেছে! দুইদিন আগে বললেই আমি একটেল আনলিমিটেড নিতে পারি বললাম সমস্যার কথা। বলে, স্যার আমাদের নেটওয়ার্কের সিকিউরিটি আপগ্রেড চলছে, তাই কানেকশন একটিভেট হতে সময় লাগবে! মনে মনে বলি, যত মরা মরে, রায় বাড়ীতে এসে পুড়ে! হাজার হাজার মডেমের মধ্যে মাত্র কয়েকটা লক করা সেটা কিনি আমি! নেটওয়ার্ক আপগ্রেডের আর সময় পাও না, আমার কানেকশন একটিভেটের সময়ই করা লাগে! কানেকশন একটিভ হয়েছে আজ দুপুরে।

যাক তারপরেও যে শেষ পর্যন্ত ইন্টারনেটে কানেকটেড হতে পেরেছি সেটাই আসল কথা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.