আমাদের কথা খুঁজে নিন

   

রানা প্লাজা ধসে আহত দুজনের মৃত্যু

শনিবার এই দুজনের মৃত্যুতে সাভারে ওই ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১২৯ জনে দাঁড়ালো।
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া মোহাম্মদ আশরাফুল (১৮) ওই ভবনের অষ্টম তলার নিউ ওয়েভ ফ্যাশনসের শ্রমিক ছিলেন।
তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ঝাউগঞ্জের ইউনুস আলীর ছেলে।
আঞ্জুয়ারা বেগম (১৬) নামে অন্যজনের মৃত্যু হয় ভোররাতে স্কয়ার হাসপাতালে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

 
এই দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
আশরাফুলের চাচা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধসের দিন বিকাল ৩টায় আশরাফুলকে উদ্ধার করার পর তাকে প্রথমে সাভারের একটি ক্লিনিকে নেয়া হয়।
তিন ঘণ্টা পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফরহাদ বলেন, শনিবার আশরাফুলের অস্ত্রোপচার হয়েছিলো। এর পরই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।


গত ২৪ এপ্রিল ধসে পড়ে নয় তলা ভবন রানা প্লাজা। ২০ দিনের উদ্ধার অভিযানে জীবিত উদ্ধার ২ হাজার ৪৩৮ জনের মধ্যে প্রায় ১৫০০ শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেন।
এই ভবন ধসে এখনো কয়েকশ’ মানুষ নিখোঁজ রয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.