আহসান জামান
কবেকার পতনশব্দের ভীড়ে অবিরত তুলে আনে এক স্থবির;
তার পায়ের স্তব্ধতায় গেঁথে আছে অচীন কালের সিঁড়ি আর
মধ্যকালের তৃষ্ণার দাগ নির্মূলে গিলে খায় পুরানো আদম।
মৃত্যুর প্রস্থান দরজায় বেঁধে থাকে লোভ আর ক্ষোভের আগুন
কান্নার জলেভেজা মিনতিপুন্জ্ঞের মাধবী বকুল আর কবেকার
হা-ভাতির কয়েকটি মৃদুস্বর; ঘোর তোলে সারাটাদুপুর।
বৃষ্টিরা দলবেঁধে চলে গেছে দূরে, ছুটিরদেশে; পুঁড়ছে খরায় দু'চোখ।
মৃত্যুপুরীতে নেচে ওঠে কয়েকটি জীবন; ভীষণ অবাক, নিয়তির হাততালি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।