এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
নেচে ওঠ নিথর সময়
নেচে ওঠ থমকে যাওয়া
বেজে ওঠ বুকের মধ্যে
নতুন গানের নৌকো বাওয়া
নেচে ওঠ সৃষ্টি ছড়া
নেচে ওঠ ক্ষাপার মতন
বেজে ওঠ বুকের মধ্যে
না লেখা সব পদ্য যত
নেচে ওঠ একলা পুরুষ
নেচে ওঠ একলা মেয়ে
বেজে ওঠ বুকের মধ্যে
ভীষন ভালবাসতে চেয়ে
নেচে ওঠ সৃষ্টি ছড়া
নেচে ওঠ ক্ষাপার মতন
বেজে ওঠ বুকের মধ্যে
না লেখা সব গদ্য যত
নেচে ওঠ কৃষ্ণচুড়া
নেচে ওঠ আকাশ দেখে
বেজে ওঠ বুকের মধ্যে
মাটির ওপর ভরসা রেখে
নেচে ওঠ বৈশাখী দিন
নেচে ওঠ ঝড়ের তালে
বেজে ওঠ বুকের মধ্যে
আষাঢ় শ্রাবণ মেঘের জালে
নেচে ওঠ বিষন্নতা
নেচে ওঠ অশ্রুকণা
নেচে ওঠ বুকের মধ্যে
উদাসী এক অন্নমনা
নেচে ওঠ সাতটি সাগর
নেচে ওঠ উর্মি মালা
নেচে ওঠ বুকের মধ্যে
সমুদ্রুর ভাসার পালা
নেচে ওঠ সৃষ্টি ছড়া
নেচে ওঠ ক্ষাপার মতন
বেজে ওঠ বুকের মধ্যে
না লেখা সব গদ্য যত।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।