আমাদের কথা খুঁজে নিন

   

আগ্রা ভ্রমণ ফটো ব্লগ:

বলব না

আগ্রা মানেই তাজমহল... প্রেমের স্মৃতির সবচেয়ে খাটি উদাহরণ...অনেক দিন থেকেই যাবো যাবো করে যাওয়া আর হয় না...তাই একদিন সুযোগ করে বেড়িযে পরলাম.... কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম... তাজমহলে আগ্রা ক্যান্ট স্টেশন থেকে অটো তে করে যেতে সময় লাগবে 20 মিনিটের মতো.... তাজমহল এর টিকিটি কাউন্টার 5.30 তে বন্ধ হয়ে যায় কিন্তু ভিতরে 7 টা অবধি আপনি ঘুরতে পারবেন....ভিতরে জলের বোতল ছাড়া আর কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না..তাই ব্যাগ সব লকার রুমে জমা দিয়ে জেতে হবে....টিকিট ভারতীয়দের জন্য 25 রুপি আর বিদেশী দের জন্য 750 রুপি.... এটা মেন গেট তাজমহলের দূর থেকে দেখা যাচ্ছে....তাজ আর একটু সামনে এলাম... তাজের সামনে আমি.... তাজমহলের 4 টে মিনারের একটি.... তাজ.... তাজের সামনে..... জানি না কেন সবাই এ ই ভাবে ছবি তুলে....সবার দেখা দেখি আমি ও একটা তুলে নিলাম এখন বিকাল হয়ে এসেছে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।