আমাদের কথা খুঁজে নিন

   

আসুন বৃষ্টির গান গাই (অঞ্জন দত্তের গান)

আপাতত ঘুরপাক খাচ্ছি!
একদিন বৃষ্টিতে বিকেলে অঞ্জন দত্ত একদিন বৃষ্টিতে বিকেলে, থাকবেনা সাথে কোন ছাতা শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়, ভিজে যাবে চটি জামা মাথা থাকবেনা রাস্তায় গাড়ী ঘোড়া, দোকান পাট সব বন্ধ শুধু তোমার আমার হৃদয়ে, ভিজে মাটির সোঁদা গন্ধ একদিন বৃষ্টিতে বিকেলে, মনে পড়ে যাবে সব কথা কথা দিয়ে কথাটা না রাখা, ফেলে আসা চেনাচেনা ব্যথা অদূরে কোথাও কোন রেডিওতে, এই পথ যদি না শেষ হয় আর বৃষ্টির রং হয়ে যাবে নীল, আর আকাশের রংটা ছাই একদিন, বৃষ্টিতে একদিন. বৃষ্টিতে বিকেলে। ভাঙ্গা দেয়ালের গায়ে সাতপাকে বাঁধা কবে কার নুন শোতে কোথাও আর বৃষ্টির ছাটে, যাবেনা দেখা, দুজনের চোখের জল ঝমঝম, ঝমঝম, চোখের জল। একদিন বৃষ্টিতে বিকেলে, আমরা ধরা পড়ে যাবো দেখো ঠিক ধুয়ে যাবে যত আছে অভিমান, ধুয়ে যাবে সিঁদুরের টিপ আর চটিটাও ছিড়ে যাবে তক্ষুনি, তাই পালানো যাবেনা যে কোথাও রাস্তা যেমন তেমনই, শুধু লোকজন সব উধাও একদিন বৃষ্টিতে বিকেলে, থাকবেনা সাথে কোন ছাতা শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়, ভিজে যাবে চটি জামা মাথা থাকবেনা রাস্তায় গাড়ী ঘোড়া, দোকান পাট সব বন্ধ শুধু তোমার আমার হৃদয়ে, ভিজে মাটির সোঁদা গন্ধ একদিন, বৃষ্টিতে একদিন. বৃষ্টিতে বিকেলে। ডাউনলোড লিংক আমি বৃষ্টি দেখেছি অঞ্জন দত্ত আমি বৃষ্টি দেখেছি বৃষ্টির ছবি এঁকেছি আমি রোদে পুরে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি আমি বৃষ্টি দেখেছি। চারটে দেয়াল মানেই নয়তো ঘর নিজের ঘরেও অনেক মানুষ পর তখন কিসের টানে মানুষ পায়যে খুঁজে বাঁচার মানে ঝাঁপসা চোখে দেখা এই শহরে। আমি অনেক ভেঙ্গেচুড়ে আবার শুরু করেছি আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি শুধু তোমায় হারাব আমি স্বপ্নেও ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি বৃষ্টির ছবি এঁকেছি আমি রোদে পুরে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি আমি বৃষ্টি দেখেছি। হারিয়ে গেছে তরতাজা সময় হারিয়ে যেতে পারেনি আমার ভয় তখন কিসের টানে মানুষ পায়যে খুঁজে বাঁচার মানে ঝাঁপসা চোখে দেখা এই শহরে। আমি অনেক স্রোতে বয়ে গিয়ে অনেক ঠকেছি আমি আগুন থেকে ঠেকে শিখে অনেক পুড়েছি আমি অনেক কষ্টে অনেক কিছু দিতে শিখেছি শুধু তোমায় বিদায় দিতে হবে আমি স্বপ্নেও ভাবিনি আমি বৃষ্টি দেখেছি বৃষ্টির ছবি এঁকেছি আমি রোদে পুরে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি আমি বৃষ্টি দেখেছি। ডাউনলোড লিংক ছবিসুত্র: আন্তজাল
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।