আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে।
এখানকার ঘাসেরা ফর্সা ফর্সা। ঠিক যেন সবুজ নয়। এখানকার মাটিও কালো নয়, কেমন যেন লাল! এখানের ঘাস ও মাটিতে গরু চরে না। হরিণ হাঁটে।
নাদুসনুদুস দোয়েলও ওড়া বাদ দিয়ে দুলে দুলে চলে। গত ক'দিন ঘাসেদের মন খারাপ ছিল হয়ত। ঝলমলে রোদে ওদের চেহারা পুড়ে কালচে হচ্ছিল বলে! আজ ঘাসেরা খুশি। তুষার এসেছে। তুলার মত ঝরছে আকাশ হতে।
ঘাসেদের রূপচর্চার সঙ্গী যেন সে!
বাইরে জমেছে তুষার। ওদিকে আমার ঘরে পড়েছে ধূলার আস্তরণ। পরিস্কার করতে ইচ্ছে হচ্ছে না মোটেই। আর কেউ হোক বা না হোক, ধূলারাই আমার একাকীত্বের সঙ্গী হয়ে থাকুক!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।