আমাদের কথা খুঁজে নিন

   

জোস্নায় ভেজা রাত

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

আকাশে পূর্নিমার চাঁদ। ক্ষনে ক্ষনে হচ্ছে জোস্নাপাত আমার পড়ার টেবিলে, আমার সীমানা বলয়ে। চেনা চেনা রাতের শব্দে ভয় লাগেনা একটুও... আমার সমস্ত শরীর এবং আবৃত স্থানও জোস্নার আলোতে দৃশ্যমান।

আমি দেখতে পাই গোলগাল চাঁদ পৃথিবীকে কি সুন্দর করে আলোর বন্যায় ভাসিয়ে দিচ্ছে। আর মেঘগুলো ক্ষনে ক্ষনে অন্ধকারের কাঁথায় মুড়িয়ে দিচ্ছে চাঁদকে---এক অপরুপ দৃশ্য। জানালার শিকল ভেঙ্গে জোস্নালোকের সঙ্গে নিবিড় আলাপ চারিতায় আমি বুঝতে পারি ওরা আমার বন্ধু হতে চায়। নিবিড় করে... একটু একটু করে আমার সমস্ত শরীর পূর্নিমার চাঁদের আলোয় মাখামাখি হয় আমি চিনতে পারিনা আমাকে। আমাকেই আমি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.