আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আসবে বলে

একটু স্বাধীন ভাবে উড়তে চাই

তুমি আসবে বলে, শুধুই তুমি আসবে বলে, আজ বিকালটা ছিল রোধ মাখা, ফুল গুলো ছিল আল্পনা দিয়ে আঁকা, পাখি গুলো গাইছিল গান উজার করে প্রাণ, বলছিল শুধুই, শুধুই তোমার আহব্বান। তুমি আসবে বলে, শুধুই তুমি আসবে বলে, দক্ষিণা বাতাস বয়েছিল আমার ঘরে, শুক্‌নো পাতা উড়ছিল হালকা ঝড়ে, প্রজাপতি উড়ছিল বাগানে শুধুই তোমার আগমনে। আকাশের মেঘ ঢেকে ঢেকে উঠছিল আর রাজহাঁস হঠাৎ বলছিল এসো, এসো এই নিরপনে শুধুই তুমি আসবে বলে............. নীলমেঘ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।