"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
নামের ছড়া
তালপাতাতে নাইরে সিপাই
বাঁশপাতাতে বাঁশী,
তালদিঘীতে তাল মেলেনা
মুখ টিপে তাই হাসি।
পলাশডাঙ্গায় নাইরে পলাশ
শিমুলতলায় শিমুল,
হালুয়াঘাটে নাই হালুয়া
ফুলবাড়িয়ায় ফুল।
সোহাগপুরে নাইরে সোহাগ
বালিয়াডাঙ্গায় বালি,
খালিশপুরের জায়গা জমি
নাইরে এখন খালি।
বেলী ফুলের মালায় এখন
হয়নাতো আর বিয়ে,
শ্মশানঘাটের মরা এখন
পোড়েনা আর ঘিয়ে।
কদমতলায় নাইরে কদম
বেলপুকুরে বেল,
পরচুলাতেও লাগায় মানুষ
দামী হেয়ার জেল।
থাকলে টাকা পকেট ভরা
ধরা যে হয় সরা,
গরীব মরে না খেয়ে আজ
তাদের ঘরে খরা।
ভোটের নামে ভেলকিবাজি
দেখবো কত আর,
রাজনীতি সব ভাঁওতাবাজি
লুটেরই কারবার।
নাম বদলের হিরিক দেখি
কাজের বেলায় নাই,
মরা মানুষের কবর খুঁড়ে
আকিকা দিতে চাই।
বুড়িগঙ্গা আজ নেই যুবতী
শরীরের যা ছিরি,
তার শরীরেও ভাগ বসাতে
করছি মারামারি।
গ্যাসের চুলায় নাইরে দাপট
মিটমিটিয়ে জ্বলে,
হায়রে আমার সোনার দেশ
যাচ্ছে রসাতলে।
মাটি-পাহাড় সহিংসায় আজ
জ্বলছে কুঁড়ে ঘর,
গোপন সে যে কোন ইশারায়
হচ্ছি সবাই পর।
নাম বদলে হয়নাতো আর
দেশের চাকা সচল,
ঋণের বোঝা মাথায় নিয়ে
উন্নয়ন আজ বিকল।
নিজের নাম পাল্টে যদি
জুটতো পেটের ভাত,
হতাম নাহয় বেজন্মা আজ
পাততাম দুটো হাত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।