আমাদের কথা খুঁজে নিন

   

একটু নজর দিন.....আপনাদের সহযোগীতা দরকার। (রিপুস্ট)

দ্যা ব্লগার অলসো.....

এই লিংক থেকে ঘুরে আসুন যারা প্লাস দিয়ে যাচ্ছেন, তারা লিংকের পোস্টটিতে নিজের স্বাক্ষর দিয়ে আসুন প্লিজ। প্রয়োজনীয় জিনিস ওটাই। গতকালকের পোস্ট এটা। এ পর্যন্ত ৪৩ জন ব্লগার সমর্থন দিয়েছেন। জানি আরো অনেকেই দেবেন।

তাই লিংক দিলাম। এ পর্যন্ত যারা সমর্থন দিয়েছেন তারা হলেন- ১. নিরব হাসি ২. রাজিব খান ৩. হাইফেন ৪.কাঠের খাঁচা ৫. স্বপ্নকথক ৬. তায়েফ আহমেদ ৭. শিমুল আহমেদ ৮. বাবুল হোসাইন ৯. রাজসোহান ১০. ছন্নছাড়ার পেন্সিল ১১. সত্য কথা তিতা লাগে ১২. রিসাত ১৩. কালোজাম ১৪. বিষন্ন নীল ১৫. মইন উদ্দিন ১৬. গরম কফি ১৭. ওরাকল ১৮. হা..হা..হা.. ১৯. আহমেদ রাকিব ২০. হ্যামিলনের বাঁশীওয়ালা ২১. বোহেমিয়ান কথকথা ২২. একরামুল হক শামীম ২৩. তামিম ইরফান ২৪. নিঃসঙ্গ যোদ্ধা ২৫. আরিফুর রহমান ২৬. আবদুর রাজ্জাক শিপন ২৭. তুষারকনা ২৮. ইয়েন ২৯. ডিডু ৩০. জেরী ৩১. দুরন্ত স্বপ্নচারী ৩২. কুঁড়ের বাদশা ৩৩. অজানা আমি ৩৪. পৃথিবীর আমি ৩৫. আমি এবং আঁধার ৩৬. পাহাড়ের কান্না ৩৭.নীলাদ্র ৩৮. অমি রহমান পিয়াল ৩৯. টেকনলজি ৪০. নাজমুল আহমেদ ৪১.সাধারন মানুষ ৪২. বিপরীত স্রোত ৪৩. সিউল রায়হান আপনাদের সহযোগীতা দরকার। আমাদের উদ্দেশ্য সেই সব ব্লগারকে ফিরিয়ে আনা। স্বাক্ষর দিয়ে আসুন প্লিজ। স্বাক্ষর মোটামুটি একটা অ্যামাউন্টে পৌঁছালে তারপর কর্তৃপক্ষ বরবার চিঠি দেবো।

ব্লগে অবশ্যই। এভাবে শান্তিপূর্নভাবে কর্তৃপক্ষের কাছে আমি আমার দাবি জানাচ্ছি। আসুন সবাই মিলে আমরা সেইসব ব্লগারদের ফিরিয়ে আনি, যাদের পদচারনায় মুখর থাকতো ব্লগ। পোস্ট আপডেট হবে। আজ স্বপ্নকথকের একটি পোস্ট দেওয়ার কথা।

সেখানেও সবার সহযোগিতা চাইছি। *** এই পুস্টটা ড্রাফট করে রিপোস্ট করতে চাইছিলাম। কি এক আশ্চর্য কারনে আসেনা। কিন্তু অন্য কটেন্টে পোস্ট লিখে টেস্ট করে দেখলাম, ঠিকই প্রথম পাতায় এলো। এটা বাগ নাকি বাঘ??


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.