মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...
ব্লগে এমন কিছু কিছু মুখ আছে শুধু যাদের কারণেই ব্লগের সাথে আলাদা একটা সম্পর্ক জুড়ে যায়। অনলাইনে তাদের নিকগুলোকে দেখলে ঠোঁটের কোণায় একটা হাসি আপনাতেই চলে আসে। ব্লগকে যারা নিজের সরলতা, চঞ্চলতা, প্রাণোচ্ছ্বলতা দিয়ে সদা হাসি-খুশীতে মাতিয়ে রাখে সুপ্তি তাদেরই একজন। হয়তো দেখা গেল অপ্সরা দেবীর ব্লগে গিয়ে এমনিই একটা মন্তব্য রেখে এল "আপুউউউ" বলে।
উনি যখন জানতে চান, "কি"। উত্তর মিলে সুপ্তির কাছ থেকে, "কিছু না"। এমন একজন ব্লগারকে আশেপাশে দেখতে কার না ভালো লাগে। নাম আর প্রোপাইলে পিচ্চি পিচ্চি ছবি ঝুলানোর জন্য ব্লগে বেশীর ভাগই তাকে পিচ্চি বলেই জানে। সে নিজেও নিজের এমন পরিচয়ে মহা খুশী।
সবার ছোটটা হয়ে সবার আদর, স্নেহ, ভালোবাসা পেয়ে সে যারপরনাই আনন্দিত। যদিও তার ব্লগ পড়ে তাকে পিচ্চি বলে ভাববার ঝো নেই। আরো অনেকের মতো আমিও তার লেখার একজন মুগ্ধ পাঠক।
কিন্তু কেন জানিনা হঠাৎ আপুটা তার সব পোষ্ট ড্রাফট করে ফেলেছে। আজ অনেকদিন বাদে হঠাৎ তার কথা মনে পরে যাওয়াতে তার ব্লগে গিয়ে দেখি সব পোষ্ট গায়েব।
ফেইসবুকে জানতে চাইবো সেই উপায়ও রাখে নি। সৌভাগ্যবশত তার মেইল আইডি জানা থাকায় মেইল করে জানতে চাইলাম, "কি হয়েছে আপু, কেন এতো অভিমান। কেও কি কিছু বলেছে। কোন সমস্যা হয়েছে কি?"
উত্তর এল, "কাওকে কিছু বুঝাতে পারিনা। সবাই যার যার ইচ্ছা মতো কাজ করে।
আমার আছে ফেইসবুক আর ব্লগ। তাই এদের উপরেই রাগ করি..."
মনটা খারাপ হয়ে গেল। এমন সদা হাস্যময়ী, সদা চঞ্চল কাওকে মুঘ ঘোমরা ভাবতেই বাধছে। সুপ্তি যখন জানতে চাইল, মন ভালো করার কোনো উপায় জানা থাকলে বাতলে দিতে তখন কি বলবো বুঝতে পারছিলাম না। ইচ্ছে করছিল আমার সাধ্যে সম্ভব এমন সব কিছু করতে যাতে আপুটার মুখে আগের মত একটা হাসি দেখতে পায়।
এই দেখো আপুটা শুধু তোমার জন্য এক চামচ চিনি মুখে পুরে এই মিষ্টি হাসিটা হাসলাম এইবার তো একটু হাসু লক্ষ্মী আপু...
আর জলদি জলদি ফিরে আসো...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।