পরে বলবো
হাঁস মুরগির ডিমই পাওয়া যায় বাজারে। ইদানিং কোয়েল পাখির ডিমও বিক্রি হচ্ছে। তবে সাপের ডিম কখনো কখনো বিক্রি হয় এ অভিযোগও কম নয়। সাপের ডিম খেতে কেমন কিংবা এর কোনো প্রতিক্রিয়া আছে কিনা এ নিয়ে বিতর্ক কম নয়। তবে সাপের ডিম খেয়ে প্রাণ হারানোর ঘটনা ঘটেছে প্রতিবেশী দেশ ভারতে।
আজ সেদেশের সংবাদপত্রে প্রকাশিত খবরটি ঠিক এরকম বড়রা ঘরে কেউ ছিলেন না। সেই সুযোগে ছোটরা নিজেরাই ডিম ভেজে খেয়েছিল পরম উৎসাহে। নদীর পাড় থেকে ডিমগুলো সংগ্রহ করেছিল তারা। জানতো না ডিমগুলো হাঁস বা মুরগির নয়, সাপের। সেই ডিমভাজা খেয়ে মারা গেছে বগাই গোয়ালা নামে ৮ বছরের এক বালক।
গুরুতর অসুস্থ অবস্থায় শিবসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো ৫ জনকে। সবারই বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে। আসামের শিবসাগর জেলার নাজিরার গেলেকির হাতিপট্টি অঞ্চলে গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, কাল সকালে চা-জনগোষ্ঠীর কয়েকজন শিশু কাঠ সংগ্রহ করতে নামদাং নদীর পাড়ে ঘুরছিল। সেই সময়, একটি গর্তে কয়েকটি ডিম দেখতে পায় তারা।
ডিমগুলো সংগ্রহ করে তারা মাগু কাঁহার নামে এক বালকের বাড়িতে যায়। ওই বাড়িতে তখন বড়রা কেউই ছিলেন না। মাগু ও তার বন্ধুরা সেই সুযোগে বড়দের মতো করেই ডিম ফাটিয়ে ভেজে খায়। এরপরই বিপত্তি। সবাই একে একে অসুস্থ হয়ে ছটফট করতে থাকে।
স্থানীয় এক শিক্ষক তাদের অবস্থা দেশে ১০৮ পরিসেবায় যোগাযোগ করেন। কিন্তু শিবসাগরে হাসপাতালে ভর্তি করার অল্প সময়ের পরেই বগাই গোয়ালা মারা যায়। ৫ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছে।
দিনের শেষে ডেস্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।