আমাদের কথা খুঁজে নিন

   

দুইটা সচরাচর পান্ক গাওয়া ব্যান্ডের এক্সিডেন্টলি গাওয়া হার্ড-রক..... একটা আবার ভায়োলিন সহ

My scars remind me that the past is real, I tear my heart open just to feel........

মাই কেমিকেল রোমান্স ২০০১ সালে তাদের যাত্রা শুরু করে। মেইনলি অল্টারনেটিভ রক, পান্ক রক, ইমো এগুলোই গাইত ওরা, অল্টারনেটিভে ওদের ভক্ত প্রচুর। তবে এই গানটা মনে হয় এক্সিডেন্টলিই গেয়ে ফেলেছে। গানটা ২০০৫ সালের। প্রথমবার মিউজিক ভিডিও দেখে মনে হয়েছিল সেভিং প্রাইভেট রায়ানের ক্লিপস থেকে বানানো।

পরে আবিস্কার করলাম নেট থেকে, দেখতে একইরকম লাগলেও এটা আলাদা বানানো। ব্যান্ডের মেম্বারদের প্ল্যান ছিল, কয়েকটা ভিডিও মিলিয়ে একটা বানানো। এটার মিউজিক ভিডিও বানাতেই খরচ হয়েছে ৩০০,০০০ ইউএস ডলার। সম্ভবত নিকট অতীতে বানানো সবচেয়ে ব্যয়বহুল রক গানের ভিডিও। ডিরেক্টর ছিলেন মার্ক ওয়েব।

ভিডিওর শুটিং হয়েছে মালিবু, ক্যালিফোর্নিয়াতে। শুটিং-এর সময় ওমাহা বিচের সিনে নৌকা থেকে নামার সময় সলীল সমাধি হতে নিয়েছিল ব্যান্ডের সব মেম্বারের। তবে সবচেয়ে ব্যয়বহুল এই ভিডিওতে কিছু ত্রুটিও আছে, যেমন যেসব মিউজিক ইনস্ট্রুমেন্ট দেখানো হয়েছে ভিডিওতে, সেগুলো সেকেন্ড ওয়াল্ড ওয়ারের সময় ছিলনা। গানটা মাই কেমিকেল রোমান্সের অনেক ভক্তই পছন্দ করেননা, কারণ গানটা মাই কেমিকেল রোমান্সের রেগুলার গানগুলোর সাথে একদম মেলে না, বেশি সিরিয়াস টাইপের। আমার বেশ লেগেছে, স্ক্রীমসগুলো জটিল! ভিডিওটা দেখুন, ইয়েলোকার্ড আমেরিকান অল্টারনেটিভ রক/পান্ক রক ব্যান্ড।

এরাও কোন খেয়ালে কে জানে, ২০০৪ সালে প্রকাশ করে বসল Only One. অসাধারণ একটা গান। এমনিতে অল্টারনেটিভের জন্য মোটামুটি নাম করলেও এই গানটা সম্পূর্ণ অন্যরকম ওদের জন্য। ব্যান্ডের মেম্বার মোট ৫ জন, দুই গিটার, বেইজ, ড্রামস এবং একজন ভায়োলিন বাদক। ভায়োলিনের কম্পোজিশনটা খুব ভালো লেগেছে, স্পেশালি ফিনিশিং-এরটা। ব্যান্ডের মেম্বাররা পরে বলেছেন, এই গানে তারা যে রিফটা ইউজ করেছেন সেটা এক্সপেরিমেন্টালি করা স্টুডিওতে, এবং এটা তাদের কখনো ইউজ করার কোন প্ল্যানও ছিলনা।

এই গানের আরেকটা ভার্শন আছে-সেটা আবার আনপ্লাগড্, সব এক্যুস্টিক ইনস্ট্রুমেন্ট দিয়ে করা। এমপিথ্রীতে গিটার সোলো আছে সেটা আবার ভিডিওতে দেখাননো হয়নি। মিউজিক ভিডিওতে দেখা যায় ভোকালকে রিদম গিটারে কিন্তু বাস্তবে এই গানে তিনি বাজিয়েছিলেন বেইজ। ইয়েলোকার্ডে এটাই ছিল বেন হারপারের লাস্ট গিটার বাজানো, এরপর ব্যান্ড ছেড়ে দেন তিনি। মিউজিক ভিডিওটা সুন্দর, দেখুন, এম.পি.থ্রী. ডাউনলোড লিংক: My Chemical Romance – The Ghost of You Click This Link Yellowcard – Only One Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।