সভ্যতার প্রান্তে দাঁড়িয়ে পিছু ফিরে চলেছি
যেহেতু মাশ্রাফি ফিট না তাই রেস্ট এ গেছে
আশরাফুল এর রেস্ট দরকার ছিল, পেয়ে গেছে
যুনায়েদ এর পারফরমেঞ্ছ ভালোনা তাই রেস্ট
হিসাব করলে বাংলাদেশের সবাইকেই রেস্ট দেয়া দরকার
- ঈম্রুল কায়েস আয়েশ করে বল খায় [এক ব্লগারের থেকে কপি মারা], তাই তাকে রেস্ট দেয়া দরকার
- আফতাব এর উচিত আজিবন রেস্ট এ থাকা, কারন সে প্রকাশ্যই বলে বেশী দৈড়াদোরি তার পোশায় না
- সাকিব সাহেব টায়ার্ড, ক্যাপ্টেঞ্চি প্লাস ব্যাটিং, বোলিং এর ভারে সে নুয়ে জাচ্ছে। অবিলম্বে রেস্ট দরকার। নইলে ৪৯ নং ওভার এরপরে সে ১২ ম্যান রে দিয়া করানোর ডিসিসান নিয়া বস্তে পারে।
- মুস্ফিক এর কিপিং এর জাচ্ছেতাই অবস্থা। একটু রেস্ট চাই
- রিয়াদ লোয়ার ওর্ডার টান্তে টানতে কাহিল।
একটু রেস্ট হলে মন্দ হতনা
- নাইম কে এখনি রেস্ট না দিলে পরে কাহিল হয়ে পরবে
- শুভ এর কেবল দেব্যু হল। ডেব্যু ম্যাচের পরে একটু রেস্ট আসলে পাওনা থাকে
- সফিউল আর রুবেল তো রান দিতে দিতে টায়ার্ড। এদের এখন রেস্ট পাওনা
- তামিম আর রাজ্জাক আপাতত মাঠে থাকুক। মাঠেই একটু রেস্ট নিয়া নিক।
আমরা যারা রেগুলার এদের দেখি আমাদের ও রেস্ট দরকার।
রেগুলার উন্নতির ধারা দেখতে দেখতে, পরাজয়ের মদ্ধে জয় খুজতে খুজতে টায়ার্ড। একটু রেস্ট দরকার।
গেলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।