আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের একটু রেস্ট দরকার

সভ্যতার প্রান্তে দাঁড়িয়ে পিছু ফিরে চলেছি
যেহেতু মাশ্রাফি ফিট না তাই রেস্ট এ গেছে আশরাফুল এর রেস্ট দরকার ছিল, পেয়ে গেছে যুনায়েদ এর পারফরমেঞ্ছ ভালোনা তাই রেস্ট হিসাব করলে বাংলাদেশের সবাইকেই রেস্ট দেয়া দরকার - ঈম্রুল কায়েস আয়েশ করে বল খায় [এক ব্লগারের থেকে কপি মারা], তাই তাকে রেস্ট দেয়া দরকার - আফতাব এর উচিত আজিবন রেস্ট এ থাকা, কারন সে প্রকাশ্যই বলে বেশী দৈড়াদোরি তার পোশায় না - সাকিব সাহেব টায়ার্ড, ক্যাপ্টেঞ্চি প্লাস ব্যাটিং, বোলিং এর ভারে সে নুয়ে জাচ্ছে। অবিলম্বে রেস্ট দরকার। নইলে ৪৯ নং ওভার এরপরে সে ১২ ম্যান রে দিয়া করানোর ডিসিসান নিয়া বস্তে পারে। - মুস্ফিক এর কিপিং এর জাচ্ছেতাই অবস্থা। একটু রেস্ট চাই - রিয়াদ লোয়ার ওর্ডার টান্তে টানতে কাহিল।

একটু রেস্ট হলে মন্দ হতনা - নাইম কে এখনি রেস্ট না দিলে পরে কাহিল হয়ে পরবে - শুভ এর কেবল দেব্যু হল। ডেব্যু ম্যাচের পরে একটু রেস্ট আসলে পাওনা থাকে - সফিউল আর রুবেল তো রান দিতে দিতে টায়ার্ড। এদের এখন রেস্ট পাওনা - তামিম আর রাজ্জাক আপাতত মাঠে থাকুক। মাঠেই একটু রেস্ট নিয়া নিক। আমরা যারা রেগুলার এদের দেখি আমাদের ও রেস্ট দরকার।

রেগুলার উন্নতির ধারা দেখতে দেখতে, পরাজয়ের মদ্ধে জয় খুজতে খুজতে টায়ার্ড। একটু রেস্ট দরকার। গেলাম।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.