হারুর পতন
হরিপুরের হারু মিয়া
হাড় কিপটার শেষ
অনেক ধনি হয়েও সে
করে গর্ব লেশ ।
বাড়ির পাসের প্রতিবেশী
অভাবের ঘোরে
অনেক কষ্টে দিন কাটিয়ে
অভাবেতে মরে।
সবাই বলে হারু ধনী
দান করেনা কেন?
এ দুনিয়ায় তার মত লোক
দেখি না আর যেন।
দিনে-দিনে হারু ধনী
হল ধনী আরো।
তবু সে হারু মিয়া
বাধা মানে না কারো।
ডাকাতেরা খবর শুনে
থাকল না আর বসে
সবাই মিলে হারুর বাড়ি
করল ডাকাতি কষে।
এই না দেখে হারু মিয়া
থাকল না আর বাড়ী,
সকল কিছু ফেলে হারু
চলল শশুর বাড়ী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।