আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ কমরেড তাজুল দিবস পালিত

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের মহান শহীদ কমরেড তাজুল ইসলামের ২৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। www.biplobiderkotha.comView this link এ উপলক্ষে গতকাল বাংলাদেশর কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর মুক্তাঙ্গনে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদ কমরেড তাজুল ইসলাম ছিলেন এদেশের শ্রমিক আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন আদর্শবাদী রাজনীতির প্রতীক।

মেহনতি মানুষের ভাগ্য বদলের সংগ্রামে কমরেড তাজুলের মতো অসংখ্য বীরের প্রয়োজন। তারা দেশের বাম-গণতান্ত্রিক-প্রগতিশীল দল ও শক্তিসমূহকে ঐকব্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বৈপ্লবিক পরিবর্তন ছাড়া মেহনতি মানুষের মুক্তি অসম্ভব। দুর্বৃত্তায়িত অর্থনীতির পথ ধরে রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন ঘটেছে, তা থেকে মুক্তি পেতে চলমান লুটপাটের অর্থনীতির ধারা বদলাতে হবে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে শহীদ কমরেড তাজুলের সহধর্মীনী নাসিমা ইসলাম অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য অর্পণ শুরু হয়।

এ সময় সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশের বিপস্নবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশর সাম্যবাদী দল(এমএল), সমাজতান্ত্রিক ঐক্য ফ্রন্ট, বিপস্নবী গণতান্ত্রিক পার্টি, গণফোরাম, ১১দল, সিপিবি ঢাকা কমিটিসহ বিভিন্ন থানা ও শাখা, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয় শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় শ্রমিক জোট, কৃষক সমিতি, হাজারিবাগ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, শহীদ তাজুল চেতনা পরিষদ, সোমেন-তাজুল পাঠাগার, বাংলাদেশ ড়্গেতমজুর সমিতি, বসিত্মবাসী ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ ও বিভিন্ন শাখা, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, কারক নাট্য সম্প্রদায়, রণেশ দাশ গুপ্ত চলচ্চিত্র সংসদসহ অর্ধশতাধিক দল-সংগঠন এবং ভাস্কর রাসাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পূষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শহীদ তাজুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন সংগঠনের পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে মুক্তাঙ্গনে নির্মিত অস্থায়ী শহীদ বেদী ফুলে ফুলে ভরে যায়। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর শ্রেণীতে পাঠ শেষে ১৯৭৪ সালে কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত অনুসারে শ্রমিক ও মেহনতি জনতার মুক্তির সংগ্রাম করার মহান ব্রত নিয়ে আদমজী মিলে বদলি শ্রমিকের চাকরি নেন এবং সেখানে ট্রেড ইউনিয়ন আন্দোলন ও সংগঠন গড়ার কাজে আত্মনিয়োগ করেন। ১৯৮৪ সালের ১ মার্চ দেশব্যাপী আহুত শিল্প ধর্মঘট ও হরতালের সমর্থনে আগের দিন মধ্যরাতে আদমজী জুটমিল এলাকায় কমরেড তাজুলের নেতৃত্বে শ্রমিকরা প্রচার মিছিল বের করলে, তৎকালীন স্বৈরশাসক এরশাদ সরকারের গুণ্ডাবাহিনীর হামলায় কমরেড তাজুল ইসলামসহ কযেকজন শ্রমিক মারাত্মক আহত হন।

১ মার্চ ভোরবেলা গুরম্নতর আহত অবস্থায় কমরেড তাজুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে তিনি মারা যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.