আমাদের কথা খুঁজে নিন

   

জনগন যাতে আরাম করে নিজের গদিতে বইসা বিড়ি খাইবার পাড়ে। হোয়াটা এ অফিস!!

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!

মনের ভেতর কেমন জানি খুতখুতাইতাছে প্রাক্তন ম্যানেজার চলিয়া যাইতেছে দেখিয়া কাজের চাপ খানিক্টা কম।সেই চান্সে বইসা বইসা কফি খাইতেচি আর সামুতে বল্গাইতেছি। দুই একবার ফেচবুকে মুখ লুকাইয়া বেশ আরাম বোধ করিতেছি। চাকুরী করিয়া বা চাকুরী লইয়া কেহ মনে লয় না শান্তি তে আচে। সব্বার উপ্রেই খালি চাপ আর চাপ।এই চাপে পড়িয়া চিড়ে চেপ্টা হইবার উপক্রম। লেখার ফাকে ফাকে একখানা বিড়ি ফুকিতে পারিলে ভাল লাগিত। আমার একটা অফিস হইলে সেইখানে নিজ সিটে বসিয়া বিড়ি ফুকার অনুমতি দিতাম অথবা একটা আলাদা স্থান করিয়া দিতাম। জনগন যাতে আরাম করে নিজের গদিতে বইসা বিড়ি খাইবার পাড়ে। হোয়াটা এ অফিস!! আইচ্চা বাংলাদেশত এইরাম কোন অফিস আচে নি!! জানতে মঞ্চায়??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।