আমাদের কথা খুঁজে নিন

   

পানসি: শিল্পের খোঁজে নান্দনিক যাত্রা


পানসি: শিল্পের খোঁজে নান্দনিক যাত্রা। সম্পাদক: বকুল আক্তার দরিয়া। ২য় সংখ্যা ফেব্রুয়ারি ২০১০। বের হলো ফেব্রুয়ারির শুরুতে। সম্পাদক অবস্থান করেন কলেজ রোড, ছাগলনাইয়া, ফেনী।

প্রচ্ছদ : উল্লাস চৌধুরী। মূল্য: ৫০ টাকা। সম্পাদকের একটা লাইন: সাধারণ কথাগুলো অসাধারণ আঙ্গিকে উপস্থাপন ক'রে যারা সাহিত্য ও শিল্পকর্মের বরপুত্র সাজতে চান, বড় ধৃষ্টার সাথেই বলি_ পানসি তাদের শুভযাত্রার মাধ্যম নয়। পানসিক্রম: প্রামান্য দলিল: ড. মিজানুর রহমান। গুচ্ছ কবিতা: খসরু পারভেজ।

মনি মহম্মদ। আলোড়ন খীসা। রায়হান রাইন। বকুল আক্তার দরিয়া। মাহবুব আলতমাস।

জিয়াবুল ইবন। জাহাঙ্গীর আলম রাকী। ওবায়েদ মজুমদার। হেনরী স্বপন। তানিয়া বখশ।

উৎপল সুজন। মাহমুদুল হাসান মিথেন। অদ্বিতীয়া সিমু। এহসান হাযদার। মলিনা শীল মুনা।

অনুগদ্য: তানিম কবির। মিঠুন পাল। সাজেদা আক্তার মুক্তি। একক কবিতা: আশিক আকবর। শিশির আজম।

খালেদ মাহমুদ। মুকুল মল্লী। গ্রন্থালোচনা: সরসিজ আলীম। অনুবাদ: চন্দন চৌধুরী। মারুফ ওয়েসিস।

পাওয়া যাচ্ছে: অগ্রদূত, ৩২, বেজমেন্ট কনকর্ড এস্পোরিয়াম শপিং কমপ্লেক্স, ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, কাটাবন, ঢাকা। লিটলম্যাগ প্রাঙ্গন, ৭৯, আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।