আমাদের কথা খুঁজে নিন

   

পানসি- একটি অসাধারন ফুল (রি-পোস্ট)



পানসি (Pansy) নামটি ফ্রান্সের pensée শব্দ থেকে পাওয়া যার মানে হল চিন্তা। এর বৈজ্ঞানিক নাম Viola tricolor এবং Violaceae পরিবারের অন্তর্ভুক্ত। ফুলটি মানুষের মুখের মতো এবং সামনের দিকে সামান্য হেলে থাকে বলে এ নাম দেয়া হয়। এ কারনে ফুলটি দীর্ঘ কাল ধরে মুক্ত চিন্তার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। পানসি ফুলের বর্তমান রুপটি ২০০ বছরের ইচ্ছাকৃত সংকরায়নের ফলে অর্জিত। বর্তমানে পানসি ফুলের প্রজাতির সংখ্যা প্রায় ৫০০। আমার তোলা কিছু পানসি আপনাদের সাথে শেয়ার করলাম। বিস্তারিত জানতে উইকিপিডিয়ায় ঘুরে আসতে পারেন। পানসি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।