ভালো মানুষ হতে চাই
আমার একটা বন্ধু আছে। নাম আরিফ। ক'দিন আগে বিয়ে করেছে। আমারই এক বান্ধবীর ছোট বোন রিয়াকে। অবশ্য রিয়া যে আমার বান্ধবীর ছোট বোন বা আমি রিয়াকে ব্যক্তিগতভাবে জানি এটা আরিফ জানত না।
তো সেদিন দেখা দেখা হলে আরিফকে জিজ্ঞাসা করলাম, " কি সাহেব ! কেমন কাটছে আপনার বিবাহিত জীবন ? আপনার বউটা দেখতে কেমন ?" আরিফ স্বহাস্যে উত্তর দেয়, "আর যাই বল তোমার চেয়েও সুন্দর। আমি বেশ সূখী। "
এখন আমার কথা শুনে আপনারা তো বলবেন আমি নিজেকে প্রদর্শন করছি বা সচরাচর একটা মেয়ে যেভাবে নিজেকেই বেশী সুন্দর মনে করে আমাকেও সে মেয়েদের কাতারে ভাববেন।
না আসলেই, রিয়া আমার চেয়ে অনেক ফর্সা ত্বকের। এটাকে যদি আরিফ সুন্দর হিসেবে বিবেচনা করে তো আমি বলব আরিফ ঠিক বলেছে।
কিন্তু চেহারার কথা বললে আমার দ্বীমত আছে। আমার কাছে এখন ওর ছবি নাই থাকলে দেখাতাম।
আরিফের মত আমাদের সমাজের অনেকেই ফর্সা ত্বকের মেয়েদেরকেই সুন্দরী বলেন, ঠিক তেমনিই আমাদের দেশের অনেক সাধারণ মানুষ তো বটেই অনেক সাংবাদিকও নাক মুখ চেপ্টা হলেই তাদেরকে আদিবাসী ভাবতে শুরু করেন।
অবশ্য এটা যারা লেখেন তাদের অনেকও ব্যাপারটা জানেন। তবুও লেখেন স্বার্থ হাসিলের লাগি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।