আমাদের কথা খুঁজে নিন

   

অফিস ২০০৩ তে ওপেন করুন অফিস ২০০৭ এর ফাইল।



আমরা সবাই জানি অফিস ২০০৩ এবং অফিস ২০০৭ এর ফাইল এর Extension ভিন্ন (অফিস ২০০৩ এর ফাইলExtension হচ্ছে Doc,Xls,ppt, এবং অফিস ২০০৭ এর ফাইল Extension হচ্ছে Docx,xlsx, pptx ইত্যাদি) য়ার কারনে অফিস ২০০৩ তে অফিস ২০০৭ এর ফাইল ওপেন করা যায় না। এ সমস্যা সমাধন এর জন্য মাইক্রোসফ্‌ট একটি ছোট compatibility pack ছেড়েছে যা Install করার পর আপনি অফিস ২০০৩ এর মধ্যে অফিস ২০০৭ এর ফাইল খুলতে এবং অফিস ২০০৩ থেকে অফিস ২০০৭ এর Extension এ ফাইল Save করতে পারবেন। কি ভাবে ওপেন করতে ও Save করতে হবে? প্রথমে ফাইল ক্লিক তারপর ওপেন ক্লিক তারপর ওপেন ডায়ালগ বক্সে এর নীচে Files of type থেকে All files(*.*) অথবা Word 2007 Document(*.docx) সিলেক্ট করে নিদিষ্ট Folder থেকে প্রয়োজনীয় ফাইল সিলেক্ট করে ওপেন ক্লিক করতে হবে। Save করতে ঠিক একই ভাবে Save as ডায়ালগ বক্সে নীচের দিকে Save as type থেকে Word 2007 Document(*.docx) সিলেক্ট করে Save করতে হবে। compatibility pack Download করুন নিচের লিংক থেকে লিংক Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.