আমাদের কথা খুঁজে নিন

   

সুমনুকাব্য সংকলন-৯

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

১. বই মেলা চোখ বন্ধ! ২. বন্ধ করেছি নিশি জেগে লেখা কবিতা ঘরেতো এসেই গেছে প্রিয়তমা নিশিতা! ৩. রোমিও আই (আমি) জুলিয়েট নাই! জুলিয়েট কেন নাই? জুলিয়েট কী জন্মে নাই? ৪. এঁকেবেঁকে চলে রেখা সরলরেখা নয় থেকে থেকে আসে আশা ভালবাসা নয়! ৫. সংসার সঙ্গীততন্ত্র পুরুষ গানের কথা নারী তার সুর সন্তান বাদ্যযন্ত্র! ৬. মন কী যে চায় মনের কী হলো? আমার মনতো তোমার কাছে, তুমিই বলো! ৭. অন্ধকার! অন্ধকার! গন্ধকার? গন্ধকার? ৮. কে হাঁটে হৃদয়বনে, শুকনো পাতা মাড়িয়ে? নাম বল নতুবা দাবানল দেবো ছড়িয়ে! ৯. হানিমুনের গন্ধে যখন মন মাতোয়ারা ভেবে কী লাভ তখন সামনে মরুভূমি সাহারা! ১০. আমার স্বপ্ন আমি বুনি তোমার স্বপ্ন তুমি আমার স্বপ্ন জানাই আছে তোমার স্বপ্ন শুনি! ১১. তোমার দোকানে অনেক কাস্টমার হাঁকাচ্ছে বড় বড় দাম দূর থেকে ভাবছি আমি তুমি কে? কী যেন নাম? ১২. সবাই কী তোমার মতো? হৃদয় পেলেই বানাবে ক্ষত! ১৩. চল পায়ে পায়ে একদিন হাতে হাত ধরে স্বপ্ন দেখি রঙিন! ১৪. ঘরে আয়! কাছে বস না! আয় উপেক্ষা করি ফুলবনে জোছনা! ৫. কী অদ্ভূত বৈপরিত্য স্ত্রীর নেশা গণিত স্বামীর সাহিত্য! ১৬. আমার শূণ্যতাই তোমার পূর্ণতা! ১৭. ওয়ার ছেড়ে ডাইনে আসো ওয়াইন ছেড়ে লাইনে আসো ওম্যান ছেড়ে আইনে আসো সবই বৃথা যা কিছু তুমি ভালবাসো! ১৮. যদি আবার মন চায় প্রাণ টানে তবে ফিরিয়ে আন তাকে একদিন তাড়িয়েছিলে যাকে সুদূর আম্মানে! ১৯. তুমি যেই হও রাজা অথবা রাণী তোমাকে টানতেই হবে ভালবাসা,যন্ত্রণা আর মৃত্যুর ঘানি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।