আমাদের কথা খুঁজে নিন

   

পহেলা ফাল্গুন

বিস্ময় মুছে দিও না...

ফাল্গুনের প্রথম দিন এলেই বসন্ত বসন্ত বলে চিৎকার শুনি; যান্ত্রিক গোলোযোগের মতো সে ধ্বনি- যেনো কোকিলেরা আজ বিলুপ্তির পথে... ফাগুনের গান কেবল গায় ওই প্রেমিক যুগল; ফাগুনের উল্লাস কই, কোথায় লুকানো পাতায় পাতায় সাজ- রঙের আঁচ তবু প্রেয়সীর শড়ীর ভাঁজে। মানুষের মুখে কেনো ক্লান্তির ছাপ? শীত বুঝি ভীষণ দানবী- বসন্ত বাতাসে ঘোরে ঘুমের নিয়তী। ফাল্গুনের প্রথম দিন এলেই বসন্ত বসন্ত বলে চিৎকার শুনি; যেনো মৃত আত্মারা প্রাণ চায়, সুপ্তির নির্বাসন থেকে জাগতে চায়... পথে ধুলোর গড়াগড়ি, চৈত্রের হাতছানি বসন্ত আবহে শুধু হৃদয়ে কানাকানি। ১৮/০২/১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।