শেষ বলে কিছু নেই
গোটা কিশোরবেলার
খেলাঘুম ছুঁয়ে থৈ থৈ-
এক আশ্চর্য জলমগ্নতা!
নদীর ভেতর নদী ছিল না,
ছিল এক দূরন্ত ছায়া-
নাম তার কাজললতা
কাজললতা কাজললতা,
বৃষ্টি ধোয়া আর্দ্র পাতা
তোমার সাথে স্কুলে যায় নদীও
হাতে নিয়ে বই আর খাতা!
স্কুলের পথে বাঁশের সাঁকো;
সাঁকো দুলিয়ে ভয় দেখানো
মেঘ-বৃষ্টি-রৌদ্র গানে
ঝুমুর ঝুমুর নাচ শেখানো...
কাজললতা কাজললতা,
এক আষাঢ়ে মেঘ, এক আষাঢ়ে বর্ষা
চোখের মণি ঘুরিয়ে দিলেই
আঁধার কেটে ফর্সা!
আমি মেঘ ভালোবাসি বলে
কাজললতা জেদি-জল
কল্লোলিনী নদী;
আমি ঝরো-হাওয়ায় পদ্য বানাই বলে
সে বাষ্প হয়ে উড়ে যায়
মেঘের সীমানা অবধি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।