অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন ভারতের মেঘালয় পাহাড়ের ঢলের মাধ্যমে উত্পত্তি হওয়া একটি নদীর নাম হচ্ছে "সারী"। বাংলাদেশের অপূর্ব সুন্দর প্রাকৃতিক লীলাভূমিগুলোর মধ্যে অন্যতম একটি স্থান জাফলংয়ের বেড়ে উঠা এই নদীকে কেন্দ্র করেই। এই নদীরই অন্য একটি ধারা পিয়াইন নদী যার উপর ভিত্তি করে গড়ে উঠেছে লালাখাল পর্যটন কেন্দ্র ।
মজার ও আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই ছোট্র পাহাড়ি নদীর পানির রং স্বচ্ছ নীল। দারুণ সুন্দর দেখতে সেই দৃশ্য !সত্যিই অপার সৌন্দর্যের হাতছানি সেখানে ।
তবে এই সুন্দর নীল নদীগুলোও মনে হয় আর বাঁচবে না । কারণ নদীর উজানে বাঁধ । ভারত তার সর্বগ্রাসী রূপ দেখাচ্ছে এখানেও।
বিদ্যুতের যোগান দিতে এই নদী দুইটির মাতৃনদী টুইভাইতে তৈরী হচ্ছে বাঁন । তথ্যমতে এই বাঁধের ৮০% কাজ সমাপ্ত হয়ে গেছে ।
এই বাঁধের ফলে আমাদের সারী পিয়াইনে পানি প্রবাহ কমে যাবে যা পরবর্তীতে এই নদী দুটির অববাহিকার পরিবেশের ভারসাম্য ধ্বংস করবে। এই নদী দুটি থেকে পাওয়া পাথর ও বালির যোগান কমে যাবে। যা ব্যাহত করবে ওই এলাকার দরিদ্র মানুষের জীবিকাকে।
সিলেটসহ আশপাশের প্রাকৃতিক পরিবেশের উপরও এটা এক ধরণের হুমকি নয় কী ?
ছবিসূত্র :দৈনিক আমার দেশ অনলাইন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।