আমার উপরে কত গাড়ী চলে!
‘ছাগুরাম তিঙ্কোনার’ মেধা দেখলে দিল হয় খুশ,
তারে পাইলে কামে লাগাইতেন প্রেসিডেন্ট জরজ বুশ।
এত গুণী পোলা পেয়ে গরবিত তার বাবা-মা,
তারে উপদেষ্টা বানাইতে পারতেন বারাক ওবামা।
ছাগুরামের মতন মেধাবী পোলা সারা বিশ্বে Rare,
মেধার কথা জানলে মন্ত্রী বানাইতেন টনি ব্লেয়ার।
যেহেতু তিনি মাঝে মাঝে পাকিদের পক্ষে তোলেন আওয়াজ,
তাই তাকে পেলে সেক্রেটারী বানাইতেন পাকি নেওয়াজ।
এত গুণের কথা মনে কইরা দুঃখে আমি কান্দি,
এই গুণ কামে লাগাইতে পারতেন সোনিয়া গান্ধি।
শুধু ডক্টর হাসিনা ‘ওনারে’ দিল না কোন দাম,
তাইতো ব্লগে বসে সময় কাটায় তিঙ্কোনা ছাগুরাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।