কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...
সারাজীবন বিভিন্ন জ্ঞান লাভের পরীক্ষায় বহুত ঝামেলার মধ্য দিয়া সে কেমনে জানি উৎরাইয়া গেছে। এইরম সে তার চারপাশে খুব বেশি দেখে নাই। আর তাই তার বিশ্বাস তৈরী হইছে নিশ্চয় তিনি আছেন নাইলে ছাগুরামরে কে দেইখা রাখে?
জ্ঞানের সাগরে সে কেমনে কইরা হাচরাইয়া পাচরাইয়া টিকা থাকতে পারে! তার আশেপাশে নিজের প্রজাতির তো খুব বেশি কাউরে দেখেনা,
কেবল .............. ছাড়া।
আর তাই সে প্রবলভাবে আস্তিক হয়। আর সমস্ত বিজ্ঞানবাদীরা তাই নাস্তিক হয়।
ছাগুরাম যেহেতু জ্ঞানী, তাই বিজ্ঞানবাদীরা নিজ্ঞর্ান হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।