নিঝুম রাতে, একটি টিনের ঘরে একা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে , বৃষ্টির শব্দ আমাকে জাগিয়ে রাখে অনেকক্ষন আমাদের ছাগুরাম আদরে সে ভারী রোজ রোজ খায় সে ডিম থেরাপী, এই লেখে সেই লেখে, লেখে াল-ছাল লিখিয়া লিখিয়া তার জীবন আকাল। ব্লগেতে লুল আছে, সুশীল আছে, আছে আরও ভাদা সবার চাপ খেয়ে ছাগুরাম লেদায় গাদা গাদা। কাহারো সাথে কভু বিবাদ হইলে পরে মাল্টিতে এসে তবু গাইল দিতে পারে । আস্তিক নাস্তিক মোরা ভাই ভাই একসাথে লেখি আর ব্লগেতে যাই । সকালে বিকালে কভু কাজিয়া হলে পরে মডুগন ব্যান করে নিক ধরে ধরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।