আমাদের কথা খুঁজে নিন

   

শচীনের অসাধারন ইনিংস, অপরাজিত ২০০



আমি সাইদ আনোয়ারের একজন চরম ভক্ত। তাই শচীনের এই অসাধারণ ইনিংসে কিছুটা ব্যাথিত। কিন্তু এটা ভেবে খুবই ভাল লাগছে যে, যোগ্য মানুষের হাতে ইতিহাস রচিত হলো। কভেন্ট্রির মতো খেলোয়ারের হাতে এটা থাকলে খুব খারাপ লাগতো। আসলে এইসব রেকর্ড গড়ার জন্য সাইদ আনোয়ার বা শচীন -এর মত খেলোয়ারই যোগ্য।

শচীন-এর এই রেকর্ড হলো আমার মানুষদের জন্য যারা বলে শচীন শুধু ছোট দলগুলোর বিপক্ষে ভাল খেলে। তাদের জন্যও যারা বলে শচীন বুড়া হয়ে গেছে। ক্লাস কি জিনিস শচীন আমাদের ভালো করে চিনিয়ে দিলেন। আমার এক ভাই বললো, শচীন রেকর্ড-এর বরপুত্র। আসলেই তাই।

শচীন তোমাকে সালাম। তুমি জানিয়ে দিলে তুমি কতো বড়ো গ্রেট। শচীন আসলে গ্রেটদের গ্রেট। আমি যদিও ভারতের সাপোর্ট করিনা। তবুও চাই ২০১১ বিশ্বকাপ ভারতের ঘরে যাক।

বিশ্বকাপ শোভা পাক শচীনের হাতে। এই একটা জিনিসই তো অপূর্ন থেকে গেলো। শচীন-এর মতো গ্রেট যদি বিশ্বকাপ হাতে না নিতে পারেন তবে সেই বিশ্বকাপ আমার কাছে অর্থহীন মনে হবে। আর বিশ্বকাপ হারাবে তার উজ্জল্য। শুভেচ্ছার অজস্রতায়, সজিব


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।