পা
দেশের বাইরে আসার পর অনেক পাকিদের সাথে কাজ করার সুবাধে ৭১ নিয়ে কথা বলার সুযোগ হয়।যাদের কথা বলছি তারা নিতান্ত সাধারন পাকি।তাদের প্রায় সবার ৭১ সম্বন্ধে একই রকম ধারনা যে ৭১ এ তাদের কোন বর দোষ ছিল না সব দোষ ভারতের আর আমাদের।তারা এমন কিছুই করে নাই যে আমাদের আলাদা হয়ে যাইতে হবে।
আমি তাদের সাথে ঝগরা করছি এটা নিয়া,পরে ভাবছি এগুলারে বুঝাইয়া কি হবে এগুলা তো চামাড়ের জাত।
আর এখন ব্লগে পাহাড়ের ঘটনা নিয়া দেখি আমার দেশি ভাইরা ও দেখি অতিরিক্ত বাংগালি সাজার চেস্টা করতেছেন যে কিনা তর জাতী ভাইদের কৌন দোষ খুজে পাছ্ছে না শুধু সব দোষ খুইজা পাচ্ছেন পাহাড়ি আর ভিন দেশী দের।তাই বলছি পাকি দের মত চিনতা কইরেন না তবে পরে এদেশের অবস্হা পাকিস্তানের মতই হবে।
আর একটি কথা একটি দেশের দুর্বল আর সবলের লড়াইয়ে যেই বেশী মার খাক না কেন বাইরের বিশ্বের সহানুভূতি সবসময় দুর্বলের দিকেই থাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।