আমাদের কথা খুঁজে নিন

   

কাঁকন বিবি: পাকিস্তানিদের নিষ্ঠুর অত্যাচার মুখ বুজে সহ্য করেছিলেন

গুণীজন

কাঁকন বিবি চতুর্থবার তিনি ভিক্ষে করতে করতে পাকিস্তানিদের টেংরা ক্যাম্পের দিকে যাচ্ছেন৷ ঠিক 'জুম্মার আযানের' সময়, রাস্তায় তাঁকে আটকে ফেলল কয়েকজন পাকিস্তানি সৈন্য৷ সৈন্যরা প্রথমে তাঁর সঙ্গে যে মুক্তিবাহিনীর যোগাযোগ আছে সেটা স্বীকার করানোর চেষ্টা করে৷ কিন্তু তাঁর এক কথা, আমি আমার স্বামী আব্দুল মজিদ খানের খোঁজে ক্যাম্পে যাই৷ এরপরই শুরু হয় তাঁর উপর প্রচন্ড শারীরিক নির্যাতন৷ নির্যাতনের এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন৷ মাথায় পানি ঢেলে তাঁকে সুস্থ করার পর আবার শুরু হয় অত্যাচার৷ কিন্তু তিনি কিছুতেই সত্য বলবেন না, আর পাকিস্তানিরাও তাদের উদ্দেশ্য হাসিল করে ছাড়বে৷ গাছের সাথে বেঁধে ফেলে নিষ্ঠুরভাবে পিটাতে শুরু করলো তাঁকে৷ সমস্ত শরীর দিয়ে দরদর করে রক্ত পড়ছে৷ এইভাবে দীর্ঘক্ষণ প্রচন্ড অত্যাচারের মুখে তাঁর শরীর একেবারে ভেঙে পড়ে৷ আবার জ্ঞান হারিয়ে ফেলেন তিনি৷ এক পর্যায়ে পাকহানাদাররা মোটা লোহার শিক গরম করে তাঁর উরু দিয়ে ঢুকিয়ে দেয়৷ এই বীভত্‍স নির্যাতনের পরও তাঁর মুখ থেকে কোনো কথা বের করতে পারেনি পাকিস্তানি সৈন্যরা৷ পাকিস্তানিদের নিষ্ঠুর অত্যাচার মুখ বুজে সহ্য করা এই নারীটি হচ্ছে কাঁকন বিবি৷ ইতিহাস যাঁকে চেনে বীরাঙ্গণা কাঁকন বিবি নামে৷ শত অত্যাচার করেও পাকিস্তানি সৈন্যরা যাঁর মুখ থেকে বের করতে পারেনি, তিনি মুক্তিবাহিনীর 'ইনফরমার'৷ তিনি তাদেরকে বলেননি ভিক্ষুকের বেশ ধরে জীবন বাজি রেখে পাকিস্তানিদের ক্যাম্পে যেয়ে মুক্তিবাহিনীর জন্য খবর বয়ে আনেন তিনি৷ কারণ তিনি জানেন এই সত্য কথাটি হায়েনার দল জেনে গেলে তা দেশের জন্য, দেশের মুক্তিবাহিনীর জন্য চরম অমঙ্গল হবে৷ কিন্তু তিনি তো দেশের অমঙ্গল হতে দিবেন না৷ আর তাই তো জীবনকে তুচ্ছ জ্ঞান করে পাকবাহিনীর নির্মম অত্যাচারের মুখে কাঁকন বিবি চুপ করে ছিলেন৷ বাকী অংশ দেখুন http://www.gunijan.org.bd বিপ্লবীদের জীবনী জানতে দেখুন http://www.biplobiderkotha.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।