আমাদের কথা খুঁজে নিন

   

ডুবুরি ও দোয়েল

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

ডুবুরি ও দোয়েল রোদের ভিতর দাঁড়াও, অনুভবের নদে ডুবুরি নামিয়ে তুলে আনো তৃষ্ণার হাড় – উড়ে যাওয়া দ্বিধা ফিরে এসে বসুক সাহসের মাস্তুলে। সবুজ বিয়োগে ছিন্ন হওয়া আঙুলগুলি ফিরে পাক দাঁড়ের প্রভাত। আত্মহত্যার চিরকুটে স্মৃতির ছায়াপথ ভাসে। বৈঠামগ্ন বালকেরা পাড়ভাঙা শব্দের তোড়ে ভাসিয়ে দেয় প্রেমিকার প্রসন্ন নেকলেস, তপ্তরোদ্দুরে দাঁড়ালে - অনুভবে ফোটে ডুবুরি ও দোয়েল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।