আমাদের কথা খুঁজে নিন

   

সবুজ ছিলো নদীতলে ডুবুরি আলো

ডুবোজ্বর

অরণ্যে সবুজের মহামারি অরণ্য মানে বনাঞ্চল খানিকটা জঙ্গল ঢেউ তোলে ঢেউকালী কালীর জিবে জননী আততায়ী পাজামার পাড়ে চোরকাঁটা সবুজ সজারুর ডালপালা সবুজ ছিলো একদা সেই সবুজ কালীর কোমরের বিছা নরমুণ্ডের অমলিন বিন্যাস জঙ্গলে সবুজের মড়ক পুরনো দেয়ালে বিস্তারিত ছত্রাক রবিনাথের দাড়ির অতলে ত্বকজুড়ে ডিহি মানে হয়তো কোনো স্থান মহাস্থানগড় জেনেছিলো হরপ্পার টানেল জেনেছিলো নর্দমায় মাছের উচ্চাঙ্গ বিকাশ আমরা নলবনের উদ্বাস্তু খেলোয়াড় প্লেবয়ের কাভারে স্তনবতী টর্সো একদিন হাতমাথাপা সবি ছিলো সবুজ ছিলো নদীতলে ডুবুরি আলো এখন বনে সবুজের আরণ্যক মহামারি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।