আমাদের কথা খুঁজে নিন

   

ডুবুরি মন

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ডুবুরি মন অমন কালো দীঘির জলে, কে তোমাকে নামতে বলে? জানো আমি ডুব সাঁতারে, যেতে পারি তোমার ধারে। ঘাটে তুমি একলা এখন, ভেজা শরীর শিথিল বসন। এদিক ওদিক মুখ ঘুরিয়ে দেখছো কী ছাই অমন করে! ভাবছো তুমি দূরে কাছে কোথাও আমি আছি সরে? ডুবলে তোমার কুমারী মন দীঘির কালো গভীর জলে, আমি ছাড়া আর কে আছে তোমায় পাড়ে টেনে তোলে? দীঘির বুকে নিত্য কাঁপন তোমার শরীর ভিজলে জলে, আমার বুকে ঝড়ের মাতম একটুখানি তোমায় ছুঁলে। তাইতো বলি যখন তখন আর নেমোনা দীঘির জলে, তোমায় দেখে দৃষ্টি আমার মোমের মতো যায় যে গলে। ডুব সাঁতারে ভরেনা মন ভাসতে যে চাই মনদীঘিতে, শাপলা হয়ে ফুটবো যখন ভরবে তোমার মন খুশীতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।