বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতিস্তম্ভের পুনঃনির্মাণের কাজ বন্ধ থাকা এবং নিুমানের কাজের প্রতিবাদে বেগমগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সমাবেশ, বিােভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেগমগঞ্জের চৌরাস্থায় মানববন্ধনপূর্ব সমাবেশে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ আগামি ২৬ মার্চের মধ্যে স্মৃতিবৃজড়িত¢ নির্মান কাজ শেষ না হলে পরবর্তীতে স্মৃতিস্তম্ভের স্থলে মুক্তিযোদ্ধাদের গণআত্মাহুতি দেয়ার ঘোষণা দেয়।
সকাল ১১টায় বেগমগঞ্জ কালচারাল একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন বিএলএফ’র ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান কমিশনার, মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাঙালী, নুরুল ইসলাম, মোঃ সহিদ উল্যা, গাজী সহিদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বেগমগঞ্জ উপজেলা আহবায়ক রুদ্র মাসুদ, যুগ্ম আহবায়ক আবুল বাসার, সাংবাদিক আমিরুল ইসলাম হারুন প্রমুখ।
সভায় মুক্তিযোদ্ধারা ুব্ধ কন্ঠে বলেন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি স্তম্ভ ভেঙ্গে ফোয়ারা নির্মাণ মুক্তিযুদ্ধে চেতনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। বারবার ধর্ণা দেয়ার পরও সড়ক জনপথ বিভাগ কোন কর্ণপাত করছে না।
শান্তিপূর্ণ প্রকৃয়ায় অভিলম্বে স্মৃতিস্তম্ভের নির্মান কাজের বাস্তবায়ন চাই, না হয় কঠোর কর্মসূচী দেয়া হবে।
সভা শেষে বিশাল বিােভ মিছিল বেগমগঞ্জের চৌরাস্তা প্রদণি করে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতিস্তম্ভকে ঘিরে মানববন্ধন রচনা করে। পরে মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করে।
উল্লেখ্য, বেগমগঞ্জে জন্মগ্রহণকারী বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের প্রতি স্মৃতি রায় বেগমগঞ্জের চৌরাস্তায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি স্তম্ভটি নির্মাণ করা হয় ২০০১ সালে। বিগত তত্ত্ববধায়ক সরকারের সময়ে সড়ক ও জনপথ বিভাগ স্মৃতিস্তম্ভটি ভেঙ্গে একই স্থানে ফোয়ারা নির্মাণের উদ্যোগ নেয়।
২০০৮ সালের ১৫ নভেম্বর তৎকালীন যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান এ ফোয়ারার ভিত্তি প্রস্তর স্থাপন করতে এলে মুক্তিযোদ্ধারা ফোয়ারায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন প্রতিস্থানের দাবি জানায়। এনিয়ে সড়ক ও জনপথ বিভাগ শুরু থেকেই টালবাহানা শুরু করে। ১৯ ল টাকা ব্যায়ে এই ফোয়ারা নির্মাণের ঠিকাদারি পায় আনোয়ার খান। একপর্যায়ে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজও বন্ধ করে দেয়। এনিয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
#
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।