ক্ষমতাসীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বাঘাইছড়ির ঘটনার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, পাহাড়ে এসব ঘটনাবলীতে সেখানে অবস্থানরত সেনাবাহিনীর প্রশ্রয় এবং ক্ষেত্রবিশেষে নগ্ন হস্তক্ষেপ রয়েছে। বাঘাইছড়ির রক্তাক্ত সংঘাতেও সেনাবাহিনীর হস্তক্ষেপের অভিযোগ রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাঘাইছড়িতে সেটেলার বাঙালি কর্তৃক ৬টি গ্রাম জ্বালিয়ে দেয়া এবং সেনাবাহিনী কর্তৃক পাহাড়িদের ওপর গুলিবর্ষণের কারণেই উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে উদ্বেগও প্রকাশ করা হয়। অবশ্য বাঙালিদের বাড়িঘর পুড়িয়ে দেয়া এবং সেনা কর্মকর্তার ওপর হামলার বিষয়ে বিবৃতিতে কিছুই বলা হয়নি।
প্রথম পাতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।