প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচন সেনাবাহিনীর সহায়তাতেই অনুষ্ঠিত হবে।
তিনি আজ দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসি বলেন, ১৯৭৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত যে নয়টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর সবগুলোতেই সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। যেহেতু আমরা একই দিনে নির্বাচন করি, তাই আমাদের প্রচুর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রয়োজন। এক্ষেত্রে সেনাবাহিনীর সহায়তা ছাড়া নির্বাচন করা সম্ভব নয়।
এর আগে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, জাতীয় নির্বাচনে এলিট ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী। এজন্য খুব শিগগিরই রাষ্ট্রপতির কাছে সেনা চেয়ে আবেদন করা হবে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতির সঙ্গে ইসির রুটিন বৈঠকে এ আবেদন করা হবে বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।