ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
''জীবনটাই যখন নিলামে' উপন্যাসের-এর গল্পের শুরু নায়িকা লোপার ভাবনা দিয়ে-
''একবার দেহ থেকে যখন বার হয়ে যাব
আবার কি ফিরে আসব না পৃথিবীতে?
আবার যেন ফিরে আসি
কোনো এক শীতের রাতে
একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে
কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে। ''
জীবনানন্দ দাশের মৃত্যুভাবনার এসব কবিতার উদ্ধৃতি লেখক তাঁর বইয়ের মুখবন্ধেও দিয়েছেন। উপন্যাসের একবারে শেষ প্রান্তে নায়ক-নায়িকার শেষ অনুভবে, সমাপ্তিতেও মিশে আছে এই মৃত্যুচিন্তা।
আলী মাহমেদ-এর ''জীবনটাই যখন নিলামে' এমনই এক উপন্যাস যা শুরু করলে একবারে না পড়ে উঠতে চাইবে না পাঠক। বলার ঢং, ভাষা, কাহিনির টান এতো শক্তিমত্তার যে জরুরী প্রয়োজনে একবার আমার ঘরের বাইরে যাওয়াও ঠেকিয়ে রাখলাম আলী মাহমেদ-এর এ বইটি শেষ করার তাগিদে।
অবশেষে শেষ করেই লিখতে বসেছি আলী মাহমেদ, শুভ'র এ তাজা খবরটি জানাতে।
''জীবনটাই যখন নিলামে' উপন্যাসের কাহিনি ঘিরে আছে কর্পোরেট শোষণ, পীড়ন ও দলন। গল্পের মূল চরিত্রে আছে কর্পোরেট কর্মী রাব্বি, তার স্ত্রী লোপা, অফিসের বস সৈয়দ বাসার, কলিগ শামসির, লোপার ভাই সুমন, তার বন্ধু জামি ও সুবির।
মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো কীভাবে এদেশের মেধাসম্পন্ন চাকরিজীবিদের মাথা কিনে রাখছে, বানাচ্ছে দাসানুদাস, করছে পীড়ন তার প্রকৃষ্ট উদাহরণ আলী মাহমেদ-এর এবারকার অমর একুশে গ্রন্থমেলার বই ''জীবনটাই যখন নিলামে' । শুধু যে সাম্রাজ্যবাদী শোষণ এদেশের মেধাকে শোষণ, পীড়ন করছে তা নয়- তাদের সাথে যোগ দিচ্ছে সৈয়দ বাসার-এর মতো অযোগ্য, দুর্নীতিবাজ কর্পোরেট প্রধানরা।
সৈয়দ বাসার, শামসির-এর মতো দেশিয় বেনিয়া সুবিধাবাদী দুর্নীতিবাজদের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে রাব্বি-লোপার মতো দম্পতিরা তাদের জীবন নিলামে তুলে দিচ্ছে, জীবনের সমাপ্তি টানার ইচ্ছেয় বলছে-
''কখনও কি মনে হয় এমন
মৃত্যুর গা ছুঁয়ে বলি
তোকে ছুঁয়ে দেই, কেমন?''
আলী মাহমেদ-এর উপন্যাসের মূল আকর্ষণ তাঁর লেখার স্টাইল ও গদ্য। এর আগে সামহোয়্যারইন ব্লগের প্রথমদিকে শুভ নামের ব্লগারের গদ্যে আমি ছিলাম একনিষ্ঠ ভক্ত, এখনও আছি। তবে এবারকার বই পড়ে আমার ধারণা পাল্টে গেছে। বাংলাদেশের নব্যধারার উপন্যাস লেখক হুমায়ূন, মিলন, সাবেরদের লেখনী তিনি ধরতে পেরেছেন। যদিও অঞ্চলিক কিছু কথা চলে এসেছে গল্পের বর্ণনায় তথাপি সবচেয়ে ভালো লেগেছে রাব্বির খিস্তিখেউড়ের ভাষা ও নায়িকা লোপার মননে জীবননান্দ চেতনার বিকাশ।
আমি ব্লগার পাঠকদের বলবো একবার হলেও ''জীবনটাই যখন নিলামে' পড়ুন। বইটির প্রকাশক জাগৃতি, প্রচ্ছদ আহমেদ ফারুক।
২২.০২.২০১০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।