০১.ভাষা ছাড়া কেউ বাঁচেনা
বুকের মাঝে ভাষার নদী
কলকলিয়ে বয়-
এই নদীটার সুরে সুরে
মানুষ কথা কয়।
রঙিন রঙিন ভাবনাগুলো-
হয় কখনো শিমুল তুলো।
মাতৃভাষার উড়াল ডানায়
উড়ছে অবিরাম-
মাটি থেকে দূর আকাশে
শহর থেকে গ্রাম।
কখনো সেই ভাবনারাশি-
দু:খ ব্যথা কান্না হাসি-
বর্ণমালার স্বর্ণলতায়
পদ্যিগাঁথা হয়-
গানের সুরে, ছন্দদোলায়
ভুবন করে জয়।
ভাষা ছাড়া কেউ বাঁচেনা
ভাষাই যেন প্রাণ-
মায়ের কাছে শিখেছিলাম
কথার অভিধান।
০২.আমার ভাষা আমার মুখে
পাখির ভাষায় গাইছে পাখি
ভোর বিহানের গান-
তেমনি আমি বাংলাভাষায়
তুলবো সুরের তান । ।
আমার গানে আমার সুরে-
জাগবে সাড়া ভুবন জুড়ে-
জানবে সবে বাংলাভাষার
নিবিড় উপাখ্যান-
বাংলাভাষায় গাইবো আমি
বাংলাদেশের গান । ।
নদীর ভাষায় ছুটছে নদী
নীল সাগরের পানে-
ফুলেরা সব বলছে কথা
ফুলের কানে কানে...
আমার ভাষা আমার মুখে-
বলছি কথা পরম সুখে-
এই ভাষা যে প্রাণের প্রিয়
মায়েরই সমান-
বাংলাভাষায় গাইবো আমি
বাংলাদেশের গান ।
।
০৩. ভাষার জন্য কেমন দরদ
একুশ একুশ একুশ বলে
মাঠ করেছি গরম-
আটই ফাগুন বলতে বুঝি
লাগে ভীষণ শরম !
বাংলাভাষার জন্য যদি-
বইতে পারে রক্তনদী-
ঝরতে পারে ঘাম-
ঝরতে পারে গোলাপকলি
বরকত ও সালাম-
তবুও কেন এই ভাষাটা
রবে উপেক্ষিত-
বাংলা ছেড়ে সবাই হবে
ইংরেজী শিক্ষিত ?
তবুও কেন বলতে হবে
একুশ ফেব্রুয়ারি-
বাংলা তারিখ নিয়ে কেন
এততো বাড়াবাড়ি ?
ভাষার জন্য কেমন দরদ
এইতো পরিচয়-
মুখের ভাষা মুখেই আছে
বুকের ভেতর নয় !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।