আমাদের কথা খুঁজে নিন

   

আমি ভালবাসি খেতে .......গাজর

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

কয়েকদিন আগে বাসে চড়ে স্কুলে যাবার পথে হঠাৎ একস্থানে বিশাল একদল এসে হৈ হৈ করতে করতে বাস থামালো, আমি গ্রাম থেকে যাওয়া নতুন মানুষ কিছুই বুঝতে না পেরে হালকা ভয় পেলাম। অন্য যাত্রীরাও একটু নড়েচড়ে বসলো, বাস থামলো, কয়েকজন হুড়মুড় করে উঠে বসলো বাসে। এরপর তারা কেলাতে কেলাতে গল্প শুরু করলো, এরই মাঝে আরেক জয়গায় ১২/১৪ জন মহিলার জটলা...পুলিশ...সাংবাদিক... আরে ধুর! এই ২/৪জনে কি আর আন্দোলন হয় নাকি! বেকুব মহিলারা ৫/৬জন একসাথে হয়ে চিল্লালে কাম হইতো, একজন অত্যন্ত হতাশ হয়ে বলল। হ ভাই কথা সত্য! অমুক ভাইয়ের কি খবর? আরেকজন বলল। আরে অরা ২ভাই তো এখন বড়লোক হইয়া গেলগা...আম্বালীগ আইসে ক্ষমতায়...২ভাই ২ হাতে কামাইতাছে ............ বুঝলাম এরা বিএনপির নেতাকর্মী।

এরা বিমান বন্দরের নাম পরিবর্তন নিয়ে আন্দোলন করতে এসেছিল, সুবিধা করতে না পেরে চলে যাচ্ছে। এদের কথাবার্তা শুনে মনে হল মনোকষ্ট বা প্রতিবাদ করা উচিত সে কারণে আসে নি....তাদের এখানে না আসলে কেমন দেখা যাবে তাই এসেছে..... বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে আমার মনে হয় বিএনপির সমর্থকরা যতটা না কষ্ট পেয়েছে তার থেকে বেশি বিরক্ত হয়েছে সাধারণ মানুষ। আমার ব্যক্তিগত মতামত, কি দরকার ছিল পরিবর্তনের! পূ্র্বের নামে কি দেশ চলছিল না?? কাজ না থাকলে খই ভাজা! যারা পলিটিক্সের সাথে জড়িত তাদের প্রতি ঘৃণা দিনকে দিন বেড়েই চলেছে। আগে ভাবতাম কেউ যদি কোন দলের প্রতি অন্ধভাবে অনুগত থাকে তবে সে কখনোই ব্যক্তিগত ভাবে সৎ থাকতে পারে না। এখন ভাবি যারা পলিটিক্স করে তারা কখনোই সৎ উদ্দেশ্য নিয়ে আসে না।

তাদের থাকে নিজের স্বার্থ! কি করতে পারে দেশের জন্য না বরং কি করতে পারে নিজের জন্য এই টাকে মিডিয়া বানিয়ে। যখন শেখ মুজিবের মৃত্যু বার্ষিকী থাকে কিছু লোককে মিলাদ উপলক্ষ্যে টাকা দিতে হয়! আবার কিছু লোক কে হয় তো জিয়ার মৃত্যু বার্ষিকীতে দিতে হয়। এইভাবে লোকজনের কাছে এ ধরনের হাত পেতে টাকা নিয়ে মিলাদ করে মৃত ব্যক্তিদের কি উপকার হয় আল্লাহ ই জানেন। দেশপ্রেমের বুলি কপচানো আমার পক্ষে সম্ভব না, আমি শুধু এটা ই বলতে চাই অন্তত এটুকু নিজের কাছে দায়বদ্ধতা আছে যেন আমার জন্য অন্য কেউ কষ্ট ভোগ না করে! আজকাল কেউ আর দেশের জন্য কিছু করে না, সবাই করে নিজের জন্য! এই নিজের জন্য করাটা খারাপ কিছু না তবে অন্যের ক্ষতি না করাই ভালো। এর মাঝে আবার মোবাইল কোম্পানীগুলো সহ আরো কিছু কোম্পানীর একুশে ফেব্রুয়ারি নিয়ে রংঢং দেখে আরো মেজাজ খারাপ লাগছে।

এসব দেখে দেখে মনে হয়, আমি ভালবাসি খেতে .......গাজর!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.