বাঘাইছড়িতে ঠিক কি ঘটেছে এ মূহুর্তে স্পষ্ট নয়। অনেকটা বিডিআর বিদ্রোহের পরপরের অবস্থা। টিভিতে (এনটিভি) অবরুদ্ধ অবস্থায় বেশ কয়েকজন পুলিশ অফিসার , একজন ইউএনওকে দেখলাম। তারা গুলি থেকে বাঁচিয়ে প্রায় শুয়ে টিভিটির রিপোর্টারের সাথে কথা বলছেন। সেনাবাহিনী আর পাহাড়ীদের মধ্যে প্রচন্ড গুলিবর্ষনের শব্দ শোনা গেলো।
এ শব্দও বিডিআর বিদ্রোহের কথা মনে করিয়ে দিলো। পাহাড়ি বাঙ্গালী দু'পক্ষের বাড়িঘরেই আগুন জ্বলছে। খবরে বলা হয়েছে পরিকল্পিতভাবে সেনাবাহিনীর উপরে হামলা চালানো হয়েছে।
গত কয়েক দিন ধরেই ভূমি নিয়ে দু'পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। এর ফলশ্রুতিতেই ঘটলো এ ঘটনা।
ঘটনার পরে বারবার একটি প্রশ্ন ঘুরেফিরে আসছে সমস্যার কি আলোচনায় সমাধান হতে পারতো না? উত্তর নিজের ভেতরে ঘুরপাক খায়। এতো গুলি যারা করতে পারে তারা সত্যিই এদেশের সাধারন পাহাড়ী কিনা? বাইরের ইন্ধন ছাড়া এরকম গুলি বিনিময় সম্ভব? মনে হয় না। পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহার উিচত হবে না এটা আগে থেকেই আমি মনে করি। আজকের এ হামলার পরে এ কথা আরো বারবার মনে হচ্ছে। তবে যাই হোক আলোচনার টেবিলই সমস্যা সমাধানের সবচেয়ে ভালো পন্থা।
অস্ত্র কখনই নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।