একটা পুস্ট দেখলাম ইনিয়ে বিনিয়ে কত গান গাইতেছে। দিনবদলের নেত্রী হাসিনাও কাল অনেক কাদুনী গাইলেন। কিন্তু আমার বুঝে আসে না খালেদার একাধিক জন্মদিন কিভাবে জাতির পথনির্দেশক হতে পারে
এই সমস্ত বালছাল নিয়া আলুচোনা করলে কি চাউলের দাম কমবো?
সন্ত্রাস-চুরি-ছিনতাই কমবো?
সরকারী অফিস-আদালতে ঘুষ ছাড়া কাম করন যাইবো?
পুলিশের ঘুষ খাওন আর জজদের ভুল রায় (ঘুষ খাইয়া) কমবো?
বাসাভাড়া কমবো?
বাসভাড়া কমবো?
বাজারে ভেজাল ছাড়া খাবার পাওয়া যাইবো?
ইন্টারনেটের গতি বাড়বে? দাম কমবো?
তৈলে দিনবদলের শ্লোগান আর ১০ ট্যাকার চাউলের কথা কৈয়া যারা ক্ষমতায় আইলো হেরা এই বালছাল লৈয়া মিনিটে ২৫০০০ ট্যাকা খরচের সংসদে বৈয়া জাতির কোন বালডা ফালায়?
আর পথে ঘাটে এই জাতিরে কোন পথ নির্দেশনা দেয়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।