পছন্দ নির্জন বাস, বই পড়া, গান শুনা, আবৃত্তি করা । পেশা দিন মজুর।
বর্তমান বিশ্বে কম্পিউটার, মোবাইল ফোন, খেলনা, গাড়ি থেকে হেসেল ঘর পযর্ন্ত প্রায় সব জায়গাতেই চীনা পণ্যের অবাধ গতিবিধি। চীনারা বর্তমানে নতুন আবিষ্কারের দিকে না গিয়ে কিভাবে প্রচলিত পণ্য কত সস্তা দরে বাজার দখলে নেয়া যায় সেদিকে ব্যস্ত। গল্প চালু আছে ২য় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা এক মাসের পরিবর্তে ১৫ দিনে একটি ব্রীজ বানায় নদীর দুইদিক থেকে দুই গ্রুপ এক সাথে কাজ করে।
দুই গ্রুপ ১৫ দিনের কাজের শেষে যখন নদীর মাঝে মিলিত হলো তখন দেখা গেল মাঝখানের মিলিত স্থানের পার্থক্য ১ থাও(১ থাও= ১ ইঞ্চির ১০০০ ভাগের এক ভাগ)।
চীনাদের বানাতে দেয়া হলো পাহাড়ের পেট ছিদ্র করে একটি টানেল। সময় এক মাসের পরিবর্তে ১৫ দিন। দুদিক থেকে কাজ শুরু হয়ে গেল যুদ্ধকালীন তত্পরতায়। ১৪ দিন, ১৫ দিন, ১৬ দিন দুই দলের আর দেখা নাই।
২০, ২১, ২২ দিন যায় দেখা নাই। বাইরের সবাই মহা চিন্তিত কোন অঘটন ঘটেনিতো? ২৭, ২৮, ২৯ দিন যায় খবর নেই। ৩০ দিনের দিন নাংগা প্রভাতে দুদলের মুখোমুখি, কোলাকুলি।
আমেরিকা পেল ১টি ব্রীজ; আর চীনারা পেল ২টি টানেল!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।