সুখের দিনে তোমার কথা ভাবি....দুখের সাথে একলা রয়ে যাই....
দিন সাতেক আগে খবর পেলাম চীন সরকার ব্রয়লার মুরগীর মতো বাঘের চাষ করার জন্য অনুমতি চেয়েছিল। চীনের যুক্তি ছিল খামারে বাঘের চাষ করে বড় করে তার ছাল, এবং অন্যান্য অংশ বিক্রি করা হবে। এতে নাকি চোরাশিকার বন্ধ হবে। রাষ্ট্রপুঞ্জ পত্রপাঠ সেই আবেদন খারিজ করে দেয়।
এই পর্যন্ত মস্তিস্ক বিকৃতির প্রশ্ন আসেনি।
কারন চীনে বাঘের চাষ হতো, এখন বন্ধ আছে। বে-আইনি ভাবে এখনও প্রায় ৫০০০ হাজার বাঘ খামারে বড় হচ্ছে। কিন্তু গতকাল খবর পেলাম চীন সবচেয়ে উঁচু হাইওয়ে তৈরী করার প্ল্যান নিয়েছে। বলেনতো কোথায়? ঠিক... সবচেয়ে উঁচু জায়গায়। চীন মাউন্ট এভারেষ্টে হাইওয়ে তৈরী করতে চায় যা প্রায় ৫৩০০ মিটার পর্যন্ত যাবে।
যুক্তি হল এই হাইওয়ে হলে এভারেষ্টে পৌছনো সহজ হবে, পর্যটক বাড়বে।
বলেনতো কি কান্ড!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।