আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতির সংগা কি?



রাজনীতির সংগা কি? - এ প্রশ্নের সত্যিকার জবাবটা কি হবে? আমি মনে করি, সামু ব্লগের ব্লগাররা বাংলাদেশের আধুনিক ছেলেমেয়েদের একটা অংশ। রাজনীতি শব্দটা এমনই নষ্ট হয়েছে, যা কিনা এখন অনেকেই নোংরা বিষয় হিসেবে মনে করে। যেমন ইংরেজী I love you-র যেমন তেমন ব্যবহার ইত্যাদি। রাজ্য প্রচালনার যে রীতি -তাই তো রাজনীতি। নয় কি? আমার ব্লগগুলো পড়ে আপনার কি মনে হয়? আমি নিজেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি।

আমরা সবাই দেশকে ভালোবাসি। কিন্তু দেশে যা হচ্ছে আমার জন্মের পর থেকে, তা আর সহ্য করতে পারছি না। হে খোদা, আমাদের একজন নেতা দাও, যে কিনা বাংলার মানুষের মুখে হাসি ফোটাবে। ----------------------------- আমি আওয়ামী, বিএনপি, জামায়াত, এরশাদ নই, - আমি বাংগালী, আমি বাংলাদেশী। কিন্তু নাম বিমান বন্দর, বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টানোটা ভালো লাগলো না।

এটা নোংরামী। খুশি হতাম, নাম না পাল্টিয়ে যদি আরও একটা বিমান বন্দর, আরও একটা বিশ্ববিদ্যালয় তৈরী করা হতো - যার নামে খুশি আপত্তি থাকতো না। ---------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.