CONNECTION FAILED
এতোটা রাত জেগে আমি-
দেখিনি ধ্রুবতারা,
এতোটা পথ হেঁটে আমি-
এখনও পথ হারা।
এতোটা আঁধার ভেঙ্গে এসেও-
দেখিনি সূর্যোদয়,
এতোটা ভালোবাসার পরেও-
তুমি আমার না।
কতটা মেঘ জমলে বুকে-
বর্ষা নামে চোখে,
কতটা আলোয় হারালে মন-
আঁধারে যায় ভেসে।
আর কতটা বাসলে ভালো-
হতে না অন্য কারো,
এতোটা আঁধার ভেঙ্গে এসেও-
দেখিনি সূর্যোদয়,
এতোটা ভালোবাসার পরেও-
তুমি আমার না।
কতটা ঝড় উঠলে বুকে-
কষ্ট চারিদিকে,
কতটা বিষাদ ছুঁয়ে গেলে-
মন হারায় নিজেকে।
আর কতটা বাসলে ভালো-
হতে না অন্য কারো,
এতোটা আঁধার ভেঙ্গে এসেও-
দেখিনি সূর্যোদয়,
এতোটা ভালোবাসার পরেও-
তুমি আমার না।
এতোটা রাত জেগে আমি-
দেখিনি ধ্রুবতারা,
এতোটা পথ হেঁটে আমি-
এখনও পথ হারা।
এতোটা আঁধার ভেঙ্গে এসেও-
দেখিনি সূর্যোদয়,
এতোটা ভালোবাসার পরেও-
তুমি আমার না।
-------------------অবসকিউর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।