মনে প্রাণে ঘৃণা করি রাজাকার। পাকিস্তানের দালালি করার শখ থাকলে এখানে ল্যাদাতে না আসার জন্য বলা হচ্ছে।
আমি বরাবরই সাকিব আল হাসানের খুব বড় ভক্ত। কেউ কেউ হয়তো খেয়াল করে থাকবেন ইতোমধ্যে আমি সাকিবকে নিয়ে তিন-চারটা লেখা সম্ভবত পোস্ট করে ফেলেছি এখানে। ছেলেটা যখন খেলতে নামে আমি তখন টেনশন নিতে পারি না।
ভয়ে টেলিভিশনের দিকে চোখ তুলে তাকাই না। একটু ভাল খেলতে শুরু করলে আমি বসে বা দাঁড়িয়ে যে অবস্থায় থাকি একচুলও সেখান থেকে নড়ি না, যদি আউট হয়ে যায় এই ভয়ে! কাল যখন আস্ত আবাল শাহরুখের আবাল KKR টানটান উত্তেজনার ফাইনাল খেলাটা জিতে গেল তখন কে কাপ জিতল না পিরিচ জিতল সেটা আমার মাথায় আসেনি। আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা আমাদের ছেলেটা আবারো একবার দেখিয়ে দিল সে কোন ধাতুতে তৈরি! বাংলাদেশের এক সন্তান হিসেবে কাল রাতে আমার বুক গর্বে ভরে উঠেছিল। দেশমাতাকে আমার তারস্বরে বলতে মন চেয়েছিল "মা দেখো! তোমার এই ভাঙা ঘরের সোনার ছেলেটা আরও একবার সবার মুখে হাসি ফুটিয়েছে। নিজেও হেসেছে আরও একবার।
পাকিস্তানের সাথে এশিয়া কাপের ফাইনালে যখন তোমার ছেলেগুলো অল্পের জন্য হেরে গিয়েছিল সেদিন তুমি কেঁদেছিলে, পরদিন পত্রিকায় তোমার সোনার ছেলেদের কান্না আটকে রাখার ছবি দেখে দেশের প্রতিটি লোকের চোখ যেমন ভিজে উঠেছিলো ঠিক তেমনি তোমার এই বিস্ময় পুত্র সাকিবের অসাধারণ কৃতিত্বে কাল রাতে আমরা বাংলাদেশের সকলে মিলে প্রাণ খুলে হেসেছি, বুক ভরা আনন্দে ভেসেছি। তোমার ছেলেটা ছোটলোক ভারতীয়গুলোর সমালোচনা আর অবজ্ঞার কি সুন্দর জবাবটাই না দিল তুমি দেখো!"
কাল রাতে ঘুম আসতে অনেক দেরি হয়েছিল আমার খুশির চোটে। মাত্র চার ঘণ্টা ঘুমিয়েও অফিসে এসে আমার একটুও ক্লান্ত লাগছে না কাজ করতে। মনের আনন্দ দেহের ক্লান্তিকে চোখ রাঙ্গিয়ে দূরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু একটু আগে খেতে বসে যখন ফেসবুকে চোখ বুলাচ্ছিলাম তখন একটা ছবির উপর চোখ পড়ল।
আর সাথে সাথে আমার মনটা বিষাদ, ঘৃণা আর রাগে বিষিয়ে গেল। KKR এর একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই সাথে তারা একটা ফ্যান পেজ চালায় ফেসবুকে। IPL5 এর চ্যাম্পিয়ন হবার পর তারা নতুন একটা ছবি তাদের ফ্যান পেজ এবং ওয়েবসাইটে পোস্টার এর মতো করে প্রকাশ করে। এতে দলের সকল খেলোয়াড় (যারা একাদশে খেলেছে কিংবা খেলার সুযোগ পায়নি সকলে) দলের সাপোর্ট স্টাফদের সবাই সেই ছবিতে আছে, শুধু একজন বাদ পড়েছে !!! বলুন তো সেই খেলোয়াড়টি কে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।