আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক



১. আফগানিস্তান- ডা আফগানিস্তান ব্যাংক (ব্যাংক অব আফগানিস্তান)। ২. আলবেনিয়া- ব্যাংক অব আলবেনিয়া। ৩. আলজেরিয়া- ব্যাংক অব আলজেরিয়া। ৪.আর্জেন্টিনা- সেন্ট্রাল ব্যাংক অব আর্জেন্টিনা। ৫. আর্মেনিয়া- সেন্ট্রাল ব্যাংক অব আর্মেনিয়া।

৬.অস্ট্রেলিয়া- রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া। ৭.অস্ট্রিয়া- অস্ট্রেলিয়ান ন্যাশনাল ব্যাংক। ৮.আজারবাইজান- সেন্ট্রাল ব্যাংক অব আজারবাইজান রিপাবলিক। ৯. বাহরাইন- সেন্ট্রাল ব্যাংক অব বাহরাইন। ১০. বাংলাদেশ- বাংলাদেশ ব্যংক।

১১. বেলারুশ- ন্যাশনাল ব্যাংক অব দ্য রিপাবলিক অব বেলারুশ। ১২.বেলজিয়াম- ন্যাশনাল ব্যাংক অব বেলজিয়াম। ১৩. বেনিন- সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস। ১৪.ভুটান- রয়াল মনিটারি অথরিটি অব ভুটান। ১৫.বালিভিয়া- সেন্ট্রাল ব্যাংক অব বালিভিয়া।

১৬.বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা- সেন্ট্রাল ব্যাংক অব বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। ১৭.ব্রাজিল- ব্যাংকো সেন্ট্রাল ডো ব্রাজিল( সেন্ট্রাল ব্যাংক অব ব্রাজিল) ১৮.বুলগেরিয়া- বুলগেরিয়ান ন্যাশনাল ব্যাংক। ১৯. কানাড়া- ব্যানকিউ ডু কানাড়া(ব্যাংক অব কানাড়া) ২০.চীন- দি পিপলস ব্যাংক অব চায়না। ২১.কিউবা- সেন্ট্রাল ব্যাংক অব কিউবা। ২২.চেক রিপাবলিক- চেক ন্যাশনাল ব্যাংক।

২৩.সাইপ্রাস- সেন্ট্রাল ব্যাংক অব সাইপ্রাস। ২৪.ডেনমার্ক- ন্যাশনাল ব্যাংক অব ডেনমার্ক। ২৫.মিশর- সেন্ট্রাল ব্যাংক অব মিশর। ২৬.ফিজি- রিজার্ভ ব্যাংক অব ফিজি। ২৭. ফ্রান্স- ব্যাংক অব (ডি) ফ্রান্স।

২৮.জার্মানি- ডয়েচে বুন্ডেস ব্যাংক। ২৯.গ্রিস- ব্যাংক অব গ্রিস। ৩০.হাইতি- সেন্ট্রাল ব্যাংক অব হাইতি। ৩১.হংকং - হংকং মনিটারি অথরিটি। ৩২.ভারত - রির্জাভ ব্যাংক অব ইন্ডিয়া।

৩৩.ইন্দোনেশিয়া- ব্যাংক ইন্দোনেশিয়া। ৩৪.ইরান- সেন্ট্রাল ব্যাংক অব দ্য ইসলামিক রিপাবলিক অব ইরান। ৩৫.ইতালি- ব্যাংক অব ইতালি(ব্যাংকা ডি ইতালিয়া)। ৩৬.জাপান- ব্যাংক অব জাপান( নিপ্পন জিঙ্কে) ৩৭.মালয়েশিয়া- ব্যাংক নেগারা মালয়েশিয়া( সেন্ট্রাল ব্যাংক অব মালয়েশিয়া)। ৩৮.নেপাল-নেপাল রাস্ট্র ব্যাংক(সেন্ট্রাল ব্যাংক অব নেপাল)।

৩৯.পাকিস্তান- স্টেট ব্যাংক অব পাকিস্তান। ৪০.রাশিয়া- সেন্ট্রাল ব্যাংক অব দি রাশিয়ান ফেডারেশন। ৪১. সৌদি আরব- সৌদি অ্যারাবিয়ান মনিটারি এজেন্সি। ৪২.শ্রীলংকা- সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকা। ৪৩.সুদান- ব্যাংক অব সুদান।

৪৪.সুইডেন- সেভরিজেস রিক্সব্যাংক। ৪৫.যুক্তরাজ্য- ব্যাংক অব ইংল্যান্ড। ৪৬. যুক্তরাস্ট্র- ফেডারেল রিজার্ভ সিস্টেম। ৪৭.ভিয়েতনাম- দ্য স্টেট ব্যাংক অব ভিয়েতনাম। ৪৮.ইয়েমেন- সেন্ট্রাল ব্যাংক অব ইয়েমেন।

৪৯.জাম্বিয়া- ব্যাংক অব জাম্বিয়া। ৫০.জিম্বাবুয়ে- রিজার্ভ ব্যাংক অব জিম্বাবুয়ে। সুত্র: ক্যারেন্ট অ্যাফেয়ার্স; জানুয়ারি;২০১০।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.