"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
ভাবছি তোকে
আমায় এখন একলা ফেলে
দূরে আছিস তুই,
তোরই হাতের নকশীকাঁথায়
কেমনে একা শুই!
এতোই কাছে ছিলি যে তুই
ভাবিনি তোকে পর,
তোরই বুকে ছিল যে আমার
ছোট্ট সুখের ঘর।
আয় ফিরে আয় অভিমানি
থাকিসনে আর দূরে,
তুই যে আমার হাজার খুশীর
স্বপ্ন দু’চোখ জুড়ে।
তোর বিরহে গাছের কোকিল
আর ডাকেনা সুরে,
ফাগুন দিনের উদাস হাওয়া
ব্যাকুল হয়ে ঘুরে।
ফিরিস যদি সেই পথে আজ
বকুলঝরা দিনে,
বদলে গেছিস ভাবিসনে তুই
ঠিকই নেবো চিনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।